নতুন বছরের শুরুর দিনে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে নিজেদের দ্বিতীয় সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিতব্য এ সিরিজে টাইগার পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন বাংলাদেশের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। তার নেতৃত্বেই টাইগার পেস বোলিং আক্রমণকে ভালো করতে হবে বলে মনে করেন মোহাম্মদ আশরাফুল।
স্পোর্টসমেইল২৪.কম-কে তিনি বলেন, ‘তাসকিন লাস্ট এক বছর ধরে ভালো রিদমে আছে। বোলাররা ভালো করতে পারলে খেলাগুলো একটু ভালো হবে।’
নিউজিল্যান্ডের মাটিতে স্পিনার নয় বরং পেসারদের উপরই ভরসা রাখতে চান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আসলে আমাদের ব্যাটিং নিয়মিতই কলাপস করতেছে। ওইখানে স্পিনারদের চেয়ে পেসারদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। না হলে টেস্ট ম্যাচগুলো বেশ কঠিন হবে।’
অন্যান্য সফরের থেকে নিউজিল্যান্ড সফরে বরাবরই বাংলাদেশের জন্য কঠিন হয়। কিউইদের বিপক্ষে টেস্টে সিরিজে পাকিস্তানের বিপক্ষে করা ভুল শুধরে নেওয়ার উপর জোর দিয়েছে আশরাফুল। ওপেনিংয়ে সুযোগ পাওয়া ক্রিকেটারদের উপর ভরসা রাখতে চান তিনি।
বলেন, ‘ওপেনিং খেলাটাই আসলে কঠিন। ওপেনিং ব্যাটার হওয়াটাই টাফ। প্রতিপক্ষের সেরা বোলাররা ওই সময় বল করে। এখন যাদের নিয়ে গেছেন, তাদের উপরই ভরসা রাখতে হবে। যারাই সুযোগ পাবে তাদের জন্যই কঠিন হবে।’
ওপেনারদের দায়িত্ব নেওয়ার উপর জোর দিতে চান আশরাফুল। তিনি বলেন, ‘যারা (ওপেনার) সেট হবে, তাদের লম্বা ইনিংস খেলতে হবে। টেকনিক্যালি সাউন্ড না হলে নিউজিল্যান্ডে রান করাটাও কঠিন।’
নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ স্কোয়াডে সাদমান ইসলাম এবং নাঈম শেখ ছাড়া কোনো ওপেনার নেই। তবে বদলি ওপেনার হিসেবে ফজলে মাহমুদ এবং মাহমুদুল হাসান জয়ের উপর ভরসা রাখতে চাইছে বাংলাদেশ টিম স্কোয়াড। এদের উপরও ভরসা রাখতে চান সাবেক অধিনায়ক আশরাফুল।
তিনি বলেন, ‘রাব্বি (ফজলে মাহমুদ রাব্বি), জয় (মাহমুদুল হাসান জয়) ওরা তো ডোমেস্টিকে তিন নম্বরে খেলে। তারপরও ওপেনিংয়ে ভালো করবে বলে মনে হয়। প্রস্তুতি ম্যাচে জয় একটা ফিফটি করেছে। এটা ওকে কনফিডেন্স দিবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]