দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে নেই রোহিত, অধিনায়ক রাহুল

অধিনায়কত্ব পাওয়ার সিরিজেই থাকতে পারছেন না সাদা বলে ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি তিনি। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া লোকেশ রাহুল।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম সিরিজ খেলবে ভারত। এ সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অভিষেক হওয়ার কথা ছিল। তবে ইনজুরির কারণে তা হচ্ছে না।

দক্ষিণ আফ্রিকা সফরের আগে মুম্বাইয়ে নিজেদের ক্যাম্প শুরু করে ভারত। সেখানেই ইনজুরিতে পড়েন রোহিত শর্মা। তখনই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে তার জায়গা পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সে শঙ্কায় সত্যি হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে রোহিত শর্মার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন পেসার জাসপ্রিত বুমরাহ।

এছাড়াও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ সামি। টেস্ট সিরিজের পর তাকে বিশ্রাম দিবে ভারতীয় দল। এছাড়াও দলে ফিরেছেন স্পিনার রবিচন্দন অশ্বিন এবং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড এবং অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। দলে সুযোগ পাননি রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দুইজনই ইনজুরির কারণে জায়গা হারিয়েছেন।

ভারত স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াদ, সূর্যকুমার যাদব, শ্রেয়াশ আইয়ার, ভেঙ্কাটেশ আইয়ার, রিশাভ পান্ট, ঈশান কিষাণ, যুযবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুর্দান্ত জয়

ভারতের মাটিতে কোহলি-রোহিতদের হারাতে চান ওয়ার্নার

ভারতের মাটিতে কোহলি-রোহিতদের হারাতে চান ওয়ার্নার

সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

সেঞ্চুরিতে লোকেশ রাহুলের অনন্য রেকর্ড

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি শাস্ত্রী

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি শাস্ত্রী