নিউজিল্যান্ডে ফিল্ডিং নিয়ে বিশেষ কাজ করেছেন মমিনুলরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ডে ফিল্ডিং নিয়ে বিশেষ কাজ করেছেন মমিনুলরা

নতুন বছরের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ দল। নতুন বছরকে নতুন করে শুরু করতে আত্মপ্রত্যয়ী ছিলেন অধিনায়ক মমিনুল হক। এ কারণেই নিউজিল্যান্ডের মাটিতে ভালো করতে ফিল্ডিং নিয়ে বিশেষ কাজ করেছেন বলে জানিয়েছেন তিনি।

২০২১ সালে বাংলাদেশ দলের ফিল্ডিং নিয়ে প্রচুর সমালোচনা। খারাপ করার কারণেই তৈরি হয়েছিল এ সমালোচনা। তবে এবার ফিল্ডিং নিয়ে পূর্নাঙ্গ প্রস্তুতি নিয়েছেন বলে মনে করেন অধিনায়ক মমিনুল।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে অধিনায়ক মমিনুল সংবাদমাধ্যমের মুখোমুখি হন। শুক্রবার (৩১ ডিসেম্বর) মমিনুল বলেন, ‘এখানে অনেক বাতাস থাকে। এই অ্যাডজাস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ন। এখানে আসার পর আমাদের ফিল্ডিং কোচ টেকনিক্যালি অনেক কাজ করেছেন।’

ফিল্ডিং কোচের সাথে টেকনিক্যালি কাজ করতে পারায় নিজেদের ভালো ফিল্ডিংয়ের ব্যাপারে আশাবাদী অধিনায়ক। বলেন, ‘ ফিল্ডিং নিয়ে টেকনিক্যালি অনেক কাজ হয়েছে। আমরা ভালো ফিল্ডিংয়ের ব্যাপারে আশাবাদী।’

নিউজিল্যান্ডের আউট ফিল্ডে অনেক বাতাস থাকলেও মানিয়ে নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন অধিনায়ক মমিনুল হক। তিনি বলেন, ‘যারা যেখানে ফিল্ডিং করবে সে অনুযায়ী ফিল্ডিং অনুশীলন করেছে। আশা করি ভালো করবো। আমি প্রসেসটা নিয়ে আগাতে পারি, ফলাফলটা পরে দেখা যাবে।’ 

এছাড়াও ২০২২ সালের জন্য নতুন লক্ষ্য নয় বরং সিরিজ ধরে ধরে আগাতে চান অধিনায়ক মমিনুল হক। নিউজিল্যান্ড সিরিজের পর বাকি সিরিজগুলোতেও ভালো করতে চান অধিনায়ক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে পেসারদের সামর্থ্য দেখতে উদগ্রীব মমিনুল

নিউজিল্যান্ডে পেসারদের সামর্থ্য দেখতে উদগ্রীব মমিনুল

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

টেস্ট ক্যাপ্টেন মমিনুলকে দলে নিয়েছে কুমিল্লা

টেস্ট ক্যাপ্টেন মমিনুলকে দলে নিয়েছে কুমিল্লা