বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সবচেয়ে বড় গোলকধাধার নাম নিউজিল্যান্ড। কিউইদের মাঠে তাদেরকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ। শুধু তাই নয়, প্রত্যেকবারই বাজে হারের স্বাদ পেয়েছে টাইগার বাহিনী। তবে এবার সে অবস্থা থেকে বের হয়ে আসতে চান অধিনায়ক মমিনুল হক। এছাড়াও নিউজিল্যান্ডের মাটিতে পেসারদের সামর্থ্য দেখতেও উদগ্রীব হয়েছেন অধিনায়ক।
সর্বশেষ এক-দেড় বছরে দারুণ ফর্মে আছেন পেসার তাসকিন আহমেদ। ফর্মে ফেরার পর পুরোটা সময় স্পিনিং কন্ডিশনে নিজের ঝলক দেখিয়েছেন তাসকিন। এবার পেস সহায়ক উইকেটে নিজের ঝলক দেখাতে প্রস্তুত হচ্ছেন।
তাসকিন ছাড়াও পেস ইউনিটে ইবাদত হোসেন, আবু জায়েদ রাহি এবং শরিফুলও ভালো করছে বলে মনে করেন অধিনায়ক মমিনুল হক। নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে তারা ভালো করবে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যে কয়টা পেস বোলাররা আছে ওরা সবাই ভালো করছে। শেষ এক-দেড় বছরে বেশ উন্নতি করেছে। আমি ওদেরকে নিয়ে অনেক বেশি এক্সসাইটেড।’
নিউজিল্যান্ড সিরিজে পেসারদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘এ সিরিজে ওদেরকে (পেসার) অনেক বেশি কাজ করতে হবে।’
পেসারদের ছাড়াও তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়কে নিয়েও বেশ আশাবাদী টাইগার টেস্ট অধিনায়ক। জয়কে বাংলাদেশের পরবর্তী সুপার স্টার হিসেবে বিবেচনা করছেন তিনি।
বলেন, ‘আমি ওকে (জয়) নিয়ে আশাবাদী। আমার মনে হয় ও বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]