বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেও এশিয়া কাপে পারলো না বাংলাদেশের যুবরা। আসরে সেমি-ফাইনালে বাংলাদেশের যুবাদের ১০৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারতের যুবারা। এ হারে এশিয়া কাপের ফাইনালে পা রাখলো ভারত। অন্যদিকে, চলমান এশিয়া কাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এশিয়া কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ রানের সংগ্রহ গড়ে ভারত অনুর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
ফাইনালের পথে যাওয়ার এ ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশেল কোন ব্যাটারই ভালো করতে পারেননি। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন আরিফুল ইসলাম। তাও এ রান এসেছে ৭২ বল থেকে। তার এই সাবধানি ইনিংসে কোন ছক্কা মার ছিল না, চারের মার ছিল মাত্র একটি।
আরিফুল ছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার মোহাম্মদ মাহফিজুল ইসলাম। এছাড়া দলের পক্ষে আর কোন ব্যাটার ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে না পেরে একে একে সাজঘরে ফিরেন টাইগার ব্যাটাররা।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারতীয় যুবারা। দলের পক্ষে ব্যাট হাতে অপরাজিত ৯০ রান করেন শাইক রাশেদ। ১০৮ বলের তার ইনিংসে ৩টি চার ও একটি ছক্কার মার ছিল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]