বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

সাম্প্রতিক সময়ে নিজেদের সেরা সময়ে আছে অস্ট্রেলিয়া। খেলোয়াড়রাও পারফর্ম করছে দুর্দান্ত। অ্যাশেজে তাদের জয়রথ ছুটছে তো ছুটছেই। দলের এমন ছুটে চলায় খেলোয়াড়দে্র র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বেশ। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মেলবোর্নে ইংলিশদের ধসিয়ে দেওয়ার নায়ক স্কট বোল্যান্ডের।

বক্সিং ডে টেস্টে ৬ রানের ৭ উইকেট নিয়ে ইংলিশদের উপহার দিয়েছিলেন দুঃস্বপ্নের এক পরাজয়ের স্বাদ। তারই বদৌলতে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৭৪তম স্থানে চলে এসেছেন অজি এ পেসার। অভিষেক টেস্টে এত কম রান দিয়ে ৫ উইকেট শিকারের কীর্তি টেস্ট ইতিহাসে আর কারও নেই। ১৩৫ বছর আগে রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার চার্লি টার্নার। এবার সেই রেকর্ড ভাঙলেন বোল্যান্ড।

ওই দিকে ইংল্যান্ড হারলেও নিজের দায়িত্ব ঠিকই পালন করেছেন জেমস অ্যান্ডারসন। ফলও পেলেন হাতেনাতে। একলাফে তিন ধাপ এগিয়ে আট থেকে চলে এসেছেন সেরা পাঁচে, তার পয়েন্ট ৮১৩। তার সামনে আছেন টিম সাউদি, শাহীন আফ্রিদি, রবিচন্দ্রন আশ্বিন এবং প্যাট কামিন্স। বাকি তিনজন তার কাছে থাকলেও ৯০২ পয়েন্ট নিয়ে বেশ দূরে অবস্থান করেছেন শীর্ষে থাকা প্যাট কামিন্স।

ব্যাটারদের মধ্যে মার্নাস ল্যাবুশেন ধরে রেখেছেন শীর্ষস্থান। তবে অবনতি হয়েছে স্টিভেন স্মিথের। তিন থেকে নেমে এসেছেন চারে। ২ পয়েন্ট বেশি নিয়ে তার জায়গা দখল করেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

চলমান অ্যাশেজে ভালো করার ফল পেয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক। যদিও তার আসল কাজটা বোলিংয়ে। তবে দলের প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রেখে অলরাউন্ড পারফর্ম্যান্স করার ফল পেলেন স্টার্ক। বেন স্টোকসকে হটিয়ে চলে এসেছেন সেরা পাঁচে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার মনোনয়নে সাকিব

আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার মনোনয়নে সাকিব

বাক ও শ্রবণশক্তিহীন ক্রিকেটারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বাক ও শ্রবণশক্তিহীন ক্রিকেটারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

যা বলতে চায় বলতে দিন, আমি শুধু খেলে যেতে চাই : মেসি

যা বলতে চায় বলতে দিন, আমি শুধু খেলে যেতে চাই : মেসি