টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশের যুবারা

যুব এশিয়া কাপের সেমি-ফাইনাল ম্যাচে টস জিতেছে বাংলাদেশের যুবারা। টস জিতে নিজেরা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার যুবাদের অধিনায়ক রাকিবুল হাসান। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে তারত অনুর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) যুব এশিয়াকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল স্বাগতিক ভারতের বিপক্ষে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে খেলছে বাংলাদেশের যুবারা। আর আসরের প্রথম সেমি-ফাইনালে লড়ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে এই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এবার সেই ভারতের বিপক্ষে এশিয়া কাপের মঞ্চে সেমি-ফাইনাল খেলছে রাকিবুলরা।

গ্রুপ পর্বে ২২৭ রানে কুয়েতকে এবং ১৫৪ রানে নেপালকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আর ম্যাচ অফিসিয়ালের করোনার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচটি বাতিল হয়েছে। তবে গ্রুপ পর্বে দুটো বড় জয় রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইলান নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ একাদশ
রাকিবুল হাসান (অধিনায়ক), মো. ফাহিম (উইকেটকিপার), এস এম মেহেরব হাসান, আইচ মোল্লা, মো. মাহফিজুল ইসলাম, মো. আশিকুর জামান, মো. প্রান্তিক নওরোজ, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. তানজিম হাসান ও নাইমুর রহমান নয়ন।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল

সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল

এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে মাহফিজুলের শতক

এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে মাহফিজুলের শতক

টাইগার যুবাদের ২২২ রানের জয়

টাইগার যুবাদের ২২২ রানের জয়

মাঠে করোনা পজিটিভের খবর, বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

মাঠে করোনা পজিটিভের খবর, বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ