মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও মাঠে ফিরছেন পাকিস্তান নারী দলের ক্রিকেটার বিসমাহ মারুফ। নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে শুরু করেছেন মাঠের অনুশীলন। চলতি বছরের আগস্টে ফুটফুটে একটি কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।
সন্তানসম্ভবা হয়ে ২০২০ সালের ডিসেম্বরে মাতৃত্বকালীন ছুটিতে যান পাকিস্তান নারী ক্রিকেট দলের এ তারকা ব্যাটার। এরপর ৩০ আগস্ট কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ছুটি শেষেই মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি।
সন্তানের সাথে সময় কাটানোর ফাঁকে ব্যাট হাতে মাঠে খেলায় নিজেকে ফিরে পেতে প্রস্তুতি নিচ্ছেন বিসমাহ। ইতিমধ্যে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফর্ম্যান্স সেন্টারে শুরু করে দিয়েছেন অনুশীলন। তবে বুড়ো আঙুলের চোটে কিছুটা সমস্যা হচ্ছে তার। আশা করছেন, চোট কাটিয়ে শীঘ্রই নেটে ব্যাটিং শুরু করবেন তিনি।
২০২২ সালের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন বিসমাহ মারুফ। ফিটনেস পরীক্ষার অংশ হিসাবে করাচিতে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তার।
ছুটি কাটিয়ে ক্রিকেটে ফেরা নিয়ে পাকিস্তানের অন্যতম সেরা নারী এ ব্যাটার বলেছেন, ‘গত কয়েক মাস আমার জীবনের সেরা সময় ছিল। একজন মা হওয়া এবং আমার মেয়ের সাথে কাটানো সময় আমাকে অনেক আনন্দ দিয়েছে। এখন সময় এসেছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার। তাই আমি ফিরছি।’
পিসিবির প্যারেন্টাল সাপোর্ট পলিসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এটি আমার ক্রিকেটে প্রত্যাবর্তনকে ব্যাপকভাবে সহজতর করেছে। আশা করি আমি এখন আবার পাকিস্তানের হয়ে খেলা শুরু করতে পারবো। নিউজিল্যান্ডে (বিশ্বকাপে) কার্যকর অবদান রাখতে পারবো।’
এদিকে, পিসিবি থেকে জানানো হয়েছে যে, বিশ্বকাপে যদি বিসমাহকে নির্বাচিত করা হয় তাহলে সন্তানকে দেখাশোনার জন্য পছন্দ মতো একজনকে সাথে রাখতে পারবেন।
পাকিস্তানের হয়ে ২০০৬ সালে ক্রিকেটে অভিষেক হয় বিসমাহ মারুফের। অভিষেকের পর সমান সংখ্যক ১০৮টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন তিনি। দুই ফরম্যাট মিলে তার মোট রান ৪৮২৭। এছাড়া উইকেট নিয়েছেন ৮০টি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]