করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

প্রাণঘাতি করোনাভাইরানের পজিটিভ হয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পরে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) শরীরে হালকা জ্বর ছিল। পরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ায় সোমবার রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, করোনা পজিটিভ হলে সৌভরকে নিয়ে শঙ্কার কারণ নেই। তবে অবস্থা স্থিতিশীল থাকলেও ৪৯ বছর বয়সী গাঙ্গুলিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বাড়ি থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছেন। যার ফলে তাে ক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, সৌরভ গাঙ্গুলি কোভিড-১৯ প্রতিশেধোক ভ্যাকসিনের দুটি ডোজ'ই নিয়েছিলেন। তবে তারপরও তার শরীরে করোনাভাইরাস বাসা বেঁধেছে।

এদিকে, সৌরভ গাঙ্গুলির শরীরে করোনা পজিটিভ হলেও স্ত্রী ডোনা এবং কন্যা সানাক নেগেটিভ রেজাল্ট এসেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের ভাইরাল লোড ১৯ দশমিক ৫।

চলতি বছরের জানুয়ারিতে বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার কারণে ভর্তি হওয়া এই উডল্যান্ডস হাসপাতালেই পরীক্ষা করে হার্ট অ্যাটাক শনাক্ত হয়েছিল। সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও সাবেক অধিনায়কের এনজিওপ্লাস্টি করা হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলি বেশ ঝগড়াটে : সৌরভ

কোহলি বেশ ঝগড়াটে : সৌরভ

আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

আইসিসির ক্রিকেট কমিটির প্রধান হলেন সৌরভ গাঙ্গুলি

স্বার্থের সংঘাত এড়াতে মোহনবাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

স্বার্থের সংঘাত এড়াতে মোহনবাগানের দায়িত্ব ছাড়ছেন সৌরভ

ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে কোহলি : সৌরভ

ভবিষ্যতের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছে কোহলি : সৌরভ