বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ডাকে দলে পেয়েছেন আনামুল হক বিজয়। বিপিএলের অষ্টম আসরে সিলেট সানরাইজার্সের জার্সিতে তাকে দেখা যাবে।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এনামুল হক বিজয়। তবে ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলে ওপেনারদের ভিড়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে ছিলেন এনামুল হক বিজয়। এছাড়া জাতীয় লিগ এবং বিসিএলেও নিয়মিত রান করছেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩৫ ম্যাচ খেলে ২২ দশমিক ১৮ গড়ে করেছেন ২৬৬২ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০ হাফ সেঞ্চুরি এবং এক সেঞ্চুরি করেছেন তিনি।
সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এর আরও তিন বছর আগে ২০১৬ সালে জাতীয় দলের টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ খেলে ৩২.২৭ গড়ে করেছেন ৩৩৫ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১১৭ দশমিক ৯৪।
বিজয় ছাড়াও সিলেটের হয়ে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদের মতো তারকা ক্রিকেটাররা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]