বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় ডাকে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে ঢাকা।
সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছে বিপিএল ২০২২ এর প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটের তৃতীয় ডাকে মাশরাফিকে দলে ভেড়ায় ঢাকা ফ্রাঞ্চাইজি।
দীর্ঘদিন ধরে প্রতিন্দন্দ্বিতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি।
এর আগে প্লেয়ার ড্রাফট থেকে দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং পেসার রুবেল হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা। এছাড়াও প্লেয়ার ড্রাফটে চতুর্থ ডাক থেকে স্পিনার শুভাগত হোমকে দলে নিয়েছে তারা।
ডিরেক্ট সাইনিংয়ে তিন বিদেশি এবং এক দেশিসহ চার ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ দিয়েছিল বিসিবি। সে সুযোগে ডিরেক্ট সাইনিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান এবং ইসুরু উদানাকে দলে ভিড়িয়েছে ঢাকা।
দেশের সেরা তিন পারফর্মারকে দলে ভিড়িয়ে বেশ শক্তিশালী দল গড়ার আভাস দিচ্ছে ঢাকা। দেখা যাক, শেষ পর্যন্ত কি রকম দল তৈরি করে ঢাকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]