বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকার হয়ে খেলবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিপিএলের প্লেয়ার ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজি।
প্লেয়ার ড্রাফটের আগের দিন রোববার (২৬ ডিসেম্বর) বাতিল করা হয় ঢাকার ফ্রাঞ্চাইজির মালিকানা। বর্তমানে এ দলের মালিকানায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরেই সরাসরি সাইনিং হিসেবে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভেড়ায় ঢাকা।
সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসেছে বিপিএল ২০২২ এর প্লেয়ার ড্রাফট। প্লেয়ার ড্রাফটের প্রথম ডাকেই দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে ভেড়ায় ঢাকা ফ্রাঞ্চাইজি।
এছাড়াও প্রথম ডাকে দল পেয়েছেন লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম এবং নুরুল হাসান সোহান।
বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল। সেখান থেকেই তাকে দলে ভিড়িয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজি। ‘এ’ ক্যাটাগরি থেকে এখনও দল পাননি মাশরাফি বিন মর্তুজা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]