ঢাকার মালিক বিসিবি, দলে মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ এএম, ২৭ ডিসেম্বর ২০২১
ঢাকার মালিক বিসিবি, দলে মাহমুদউল্লাহ

প্লেয়ার ড্রাফটের আগের দিন পরিবর্তিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা। ঢাকা ফ্রাঞ্চাইজির নতুন মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের দায়িত্ব নিয়েই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে তারা।

নির্ধারিত নিয়ম না মানায় প্লেয়ার ড্রাফটের আগের দিন রোববার (২৬ ডিসেম্বর) রুপা ফ্যাব্রিক্স এবং মার্ন স্টিলের (কনসোর্টিয়াম) ফ্রাঞ্চাইজি মালিকানা বাতিল করে দেয় বিসিবি। স্বল্প সময়ে নতুন মালিকানা খুঁজে পাওয়া যাবে না বিধায় বিসিবি নিজেরাই এ ফ্রাঞ্চাইজির মালিকানা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।

মালিকানা নিজেদের হাতে নিয়েই ডিরেক্ট সাইনিংয়ে বাংলাদেশি ক্যাটাগরির ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিসিবি। বিপিএলের অষ্টম আসরে ঢাকার হয়ে খেলবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবি সূত্রে, মাহমুদউল্লাহ’র ঢাকার হয়ে খেলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গুঞ্জন ছিল, সৌম্য সরকারকে সরাসরি দলে ভিড়িয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজি।

সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফট। এখান থেকেই বাকি ক্রিকেটারদের দলে ভেড়াবে ফ্রাঞ্চাইজিগুলো।

২০২২ সালের ২১ জানুয়ারি মাঠে গড়াবের বিপিএলের অষ্টম আসর। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এ আসরের। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন নারিন-মঈন-ডু প্লেসি

কুমিল্লার হয়ে বিপিএল মাতাবেন নারিন-মঈন-ডু প্লেসি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বেনি হাওয়েল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বেনি হাওয়েল

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ

ফরচুন বরিশালে সাকিব, হেড কোচ সুজন

ফরচুন বরিশালে সাকিব, হেড কোচ সুজন