সংযুক্ত আরব আমিরাতে বসেছে যুব ক্রিকেটের এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। এ টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তানের যুবারা। এ জয়ের পর পাকিস্তানের যুবাদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন পাকিস্তানের ক্রিকেটারসহ সর্বস্থরের জনগণ।
ভারত-পাকিস্তান লড়াই মানেই এক অন্যরকম উত্তেজনার পরশ। ছোটদের এই জয়ে সেই পরশ ছড়িয়ে পড়েছে পুরো দেশজুড়ে। এমন জয়ে যুবাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির আবহাওয়া ও জলবায়ু মন্ত্রী জারতাজ গুল ওয়াজির। অভিনন্দন জানাতে ভুলেননি জাতীয় দলের অধিনায়ক বাবর আজমও।
সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বড়রা। সেই রেশ এখনো রয়ে গেছে পাকিস্তানের ঘরে ঘরে। বড়দের জয়ের রেশ কাটতে না কাটতেই আরেকবার পুরো দেশকে আনন্দে ভাসালো পাকিস্তানের যুবারা।
এমন জয়ে আনন্দিত বাবর আজম সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলেন, ‘বেশ করেছ ছেলেরা। এই খেলাটা ধরে রাখো এবং আমাদের সবাইকে গর্বিত করো। ক্রিকেটে তোমাদের আরো সফলতার জন্যে দোয়া করি।’
ভারতকে হারানোর আনন্দ শুধু ক্রিকেটাঙ্গনেই ছড়িয়ে পড়েনি। দেশটির উচ্চ মহলেও পৌঁছে গেছে। ভাররকে হারানোর মূল নায়ক ছিলেন মোহাম্মাদ শেহজাদ। তার ৮১ রানের ইনিংসেই ভর করে জয়ের বন্দরে নোঙ্গর করে পাকিস্তান।
তাকে অভিনন্দন জানিয়ে দেশটির আবহাওয়া ও জলবায়ু মন্ত্রী জারতাজ গুল বলেন, ‘দের-এ-গাজী খান থেকে উঠে আসা মোহাম্মাদ শেহজাদ ভালো খেলেছে। একটি সেরা খেলা দেখিয়েছে। দেরার মানুষ তাকে নিয়ে গর্ব করতেই পারে।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]