বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফটের আগের দিন নিজেদের দলে ভেড়ানোর বিদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলের অষ্টম আসরের কুমিল্লার হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি এবং প্রোটিয়া তারকা ফ্যাফ ডু প্লেসি। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো প্লেয়ার ড্রাফটের বাইরে এক বাংলাদেশি এবং তিন বিদেশিসহ মোট চার ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সে সুযোগ নিয়ে চার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বাংলাদেশি ক্যাটাগরিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মোস্তাফিজের সাথে এবার যুক্ত হচ্ছেন তিন বিদেশি ক্রিকেটার।
এর আগে বিপিএলে কুমিল্লার জার্সিতে খেলেছিলেন সুনীল নারিন। সেবার কুমিল্লাকে শিরোপা জেতাতেও ভূমিকা রেখেছিলেন তিনি। এদিকে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি সর্বশেষ ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএল মাতিয়েছিলেন। প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন প্রোটিয়া তারকা ফ্যাফ ডু প্লেসিস।
সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট। সেখান থেকে বাকি ক্রিকেটারদের দলে ভেড়াবে কুমিল্লা ভিক্টোরিয়ানস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]