চলতি অ্যাশেজে দুর্দান্তভাবে ছুটে চলছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে শোচনীয় পরাজয় উপহার দিয়েছিল প্যাট ক্যামিন্সের দল। ব্যাট-বলে সময়টা বেশ ভালোই কাটাচ্ছে অজিরা। তবে এর মাঝেও তাদের জন্যে দুঃসংবাদ হয়ে এসেছে বোলিং লাইনের অন্যতম ভরসা জশ হ্যাজলেউডের ইনজুরি।
ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন এই পেসার। ইনজুরির কারণে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দলেও ছিলেন না তিনি। আশা ছিলো চতুর্থ টেস্টের আগেই সেরে উঠবেন। তবে সেই আশাও গুঁড়েবালি। জানা গেছে, ইনজুরি থেকে সেরে না উঠায় সিডনি টেস্টেও মাঠে নামা হচ্ছে না হ্যাজলেউডের।
এই ব্যাপারে হ্যাজলেউড বলেন, ‘আমি এখনো সেরে উঠতে পারিনি, কিছুটা দূরে আছি। এখনো আমরা নিশ্চিত নই। আমি এই সপ্তাহটা সময় নিব এবং দেখবো কতটা উন্নতি হয়। সেটার উপর ভিত্তি করে বোলিং শুরু করব।’
কতটা ফিট হয়েছেন সেটা পরখ করতে মেডিকেল টিমের পরামর্শক্রমে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে নেটে বল করবেন হ্যাজলেউড। এরপরেই বোঝা যাবে ইনজুরির প্রকৃত অবস্থা।
এর আগেও সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ছিলেন জশ হ্যাজলেউড। সেবার বেশ দ্রুতই ইনজুরি মুক্ত হয়েছিলেন। তবে এবার সাইড স্ট্রেইনের ইনজুরি যেন তার পিছুই ছাড়ছে না।
এ বিষয়ে হ্যাজলেউড বলেন, ‘আগে কখনো এমনটা হয় নি। আগেরগুলো সাধারণ ব্যাপার ছিল। এবারেরটা নিয়ে আমি প্রতিনিয়ত সবার সাথে কথা বলছি। আমি কতটা ভালো অনুভব করছি সেটার উপর বাকি সিদ্ধান্ত।’
জশ হ্যাজলেউডে না অনুপস্থিতিতে দুই টেস্টে দুই ভিন্ন ভিন্ন পেসার একাদশে সুযোগ পেয়েছেন। ঝাই রিচার্ডসন এবং স্কট বোল্যান্ড দুইজনের কেউই ম্যাচে হ্যাজলেউডের অভাব বুঝতে দেননি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]