বড়দের পর ছোটরা, আবারও ভারতকে হারালো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৮ এএম, ২৬ ডিসেম্বর ২০২১
বড়দের পর ছোটরা, আবারও ভারতকে হারালো পাকিস্তান

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদে ঠাসা এক মহারণ। সেটা হোক জাতীয় দল কিংবা যুব দলের লড়াই। কোনো জায়গাতেই খেলা দেখতে আসা দর্শকদের হতাশ হয়ে ফিরে যেতে হয় না। সেই রকম উত্তেজনাকর এক ম্যাচে বড়দের মতো পাকিস্তানের ছোটোরাও ভারতকে হারালো। যুব এশিয়া কাপে ভারতের বিপক্ষে ২ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তানের যুবারা। 

মরুর দেশ আরব আমিরাতে আরেকবার দর্শকদের মাঝে উত্তাপ ছড়িয়ে দিল দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড়দের পর এশিয়া সেরার মঞ্চে পাকিস্তানের যুবারা ভারতকে হারালো।

শনিবার (২৫ ডিসেম্বর) যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। 

ইনিংসের ১ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় তারা। ৪৯ ওভারে স্কোরবোর্ডে দাঁড় করায় সর্বসাকুল্যে ২৩৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন অরাধ্য যাদব। হারুনুর পান্নু ৪৬ এবং কুশাল তাম্বে করেন ৩২ রান।

পাকিস্তানের পক্ষে জিশান জামির ১০ ওভার বল করে শিকার করেন ৫ উইকেট। বাকিদের মধ্যে আইয়াজ আলি দুটি, কাসিম আকরাম এবং মাজ সাদাকাত একটি করে উইকেট শিকার করেন।

২৩৮ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে ভালো একটা জুটি গড়ে পাকিস্তান। তবে রান তোলার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

তিন নম্বরে নামা মোহাম্মাদ শেহজাদ ৮১ রান করে আউট হলে খানিকটা হারের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে কাসিম আকরামের ২২, ইরফান খানের ৩২, রেজওয়ান মেহমুদের ২৯ ও আহমেদ খানের অপরাজিত ২৯ রানে ভর করে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় তারা।

ভারতের পক্ষে রাজ ভাওয়া ৪ উইকেট শিকার করেন। ম্যাচের সর্বোচ্চ ৮১ রান করে ম্যাচ সেরা হন পাকিস্তানের মোহাম্মাদ শেহজাদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

হাসপাতাল থেকে বাড়ি ফিরে রিহ্যাবে আবিদ আলি

হাসপাতাল থেকে বাড়ি ফিরে রিহ্যাবে আবিদ আলি

বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন শাদাব

৪০ ওভারেই শেষ আফগান-পাকিস্তানের ম্যাচ

৪০ ওভারেই শেষ আফগান-পাকিস্তানের ম্যাচ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ