বক্সিং ডে টেস্টেও নেই হ্যাজলেউড, রিচার্ডসনের বদলি বোল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
বক্সিং ডে টেস্টেও নেই হ্যাজলেউড, রিচার্ডসনের বদলি বোল্যান্ড

ব্রিসবেনের অ্যাশেজের প্রথম টেস্ট শেষে ইনজুরিতে পড়েছিলেন জশ হ্যাজলেউড। তার বদলি হিসেবে অ্যাডিলেডে খেলেছিলেন ঝাই রিচার্ডসন। এবার তিনিও ইনজুরিতে পড়েছেন। এবার তাদের দুইজনের বদলি হিসেবে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবেন পেসার স্কট বোল্যান্ড।

ব্রিসবেন টেস্টের পর ধারণা ছিল, তৃতীয় টেস্টে দলে ফিরতে পারবেন জশ হ্যাজলেউড। তবে সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে দলের ফিরতে পারছেন না তিনি। চতুর্থ টেস্টে তার দলে ফেরার অপেক্ষায় থাকবে অজি টিম ম্যানেজমেন্ট। এদিকে অ্যাডিলেডে পাঁচ উইকেটে নেওয়া পেসার ঝাই রিচার্ডসনও ইনজুরিতে পড়েছেন। তাই তো নতুন কাউকে না নেওয়া বিকল্প ছিল না অজিদের সামনে।

তাই তো স্কট বোল্যান্ডের উপর ভরসা রাখতে যাচ্ছে অজি টিম ম্যানেজমেন্ট।তিনি খেলবেন পেসার ঝাই রিচার্ডসনের বদলি হিসাবে। দ্বিতীয় টেস্টে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন রিচার্ডসন।

রবিবার (২৬ ডিসেম্বর) থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে অভিষেক হতে যাচ্ছে এই পেসারের। ২০১৬ সালে অভিষেকের অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৩টি টি-টিয়োন্টি খেললেও এখন পর্যন্ত গায়ে জড়াতে পারেননি সাদা পোশাক। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

দ্বিতীয় আদিবাসী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সি টেস্ট খেলবেন স্কট বোল্যান্ড। এর আগে এ কীর্তি গড়েছিলেন সাবেক পেসার জেসন গিলেস্পি।

ওইদিকে এই ম্যাচ দিয়ে দলে ফিরছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্স ফেরায় বাদ পড়তে যাচ্ছেন আরেক পেসার মাইকেল নেসার।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাডিলেড টেস্ট খেলতে না পেরে কামিন্সের ক্ষোভ

অ্যাডিলেড টেস্ট খেলতে না পেরে কামিন্সের ক্ষোভ

বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড একাদশে চার পরিবর্তন

বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড একাদশে চার পরিবর্তন

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

এখনও ইংল্যান্ড অ্যাশেজ জিততে পারে : মালান

এখনও ইংল্যান্ড অ্যাশেজ জিততে পারে : মালান