অ্যাডিলেড টেস্ট খেলতে না পেরে কামিন্সের ক্ষোভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
অ্যাডিলেড টেস্ট খেলতে না পেরে কামিন্সের ক্ষোভ

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভালে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। খেলার আগের রাতে দলের দু’জন ক্রিকেটারকে নিয়ে বাইরে খেতে যান কামিন্স। আর তাতেই নিজের পায়ে নিজে কুড়াল মেরে বসেন এই অজি পেসার। 

সমস্যাটা হয় একই রেস্টুরেন্টে করোনা আক্রান্ত রোগী থাকায়। যার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন নিয়ম মেনে তাকে পালন করতে হয়েছে দর্শকের ভূমিকা। এই ম্যাচ খেলতে না পেরে বিশাল রাগ জমিয়ে রেখেছিলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা বোলার। তৃতীয় টেস্টের আগে সংবাদ মাধ্যমের সামনে সেটাই উগড়ে দিলেন তিনি।

কামিন্স বলেন, ‘এটা সত্যিই রাগ করার মতো ব্যাপার ছিল। কিন্তু দোষ দিবো কাকে? আমি যথাসাধ্য কোভিড আক্রান্ত এলাকা এড়িয়ে চলেছি কিন্তু একজনের সামনে পড়ে গেলাম। পরে জানলাম সে করোনা পজিটিভ। আসলে কেউই তো ভুল করতে চায় না।’

ঘরের মাঠে একটা ম্যাচ খেলতে না পেরে কতোটা হতাশায় ভুগছিলেন সেটাও জানালেন অজি দলনেতা, ‘আমরা সিরিজের এমন একটা জায়গায় ছিলাম। যেখান থেকে প্রতিপক্ষ সমতায় আনার সুযোগ পেয়েছিল। এমন ম্যাচ খেলতে না পেরে আমি চিন্তা করছিলাম যে দলের কি হবে!’

শেষে আইসোলশনে থাকার যন্ত্রনা প্রকাশ করে নিজের পুষে রাখা রাগটা আরেকবার উগড়ে দিলেন অজি দলনেতা। তিনি বলেন, ‘আমি রুমে শুয়ে টিভিতে খেলা দেখতেছিলাম। কিন্তু এক ঘন্টা পর আর পারলাম না। ইচ্ছা করছিল এখান থেকে বের হয়ে যাই। তবে যা হয় ভালোর জন্যেই হয়। নতুন অভিজ্ঞতা হলো।’

উল্লেখ্য, দ্বিতীয় টেস্টের আগে দুই সতীর্থ মিচেল স্টার্ক এবং নাথান লায়নকে নিয়ে বাইরে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন কামিন্স। সেখানেই এক করোনা রোগী তার সান্নিধ্যে আসে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড একাদশে চার পরিবর্তন

বক্সিং ডে টেস্টে ইংল্যান্ড একাদশে চার পরিবর্তন

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

অ্যাশেজে সেঞ্চুরি করতে ‘আত্মবিশ্বাসী’ রুট

রুটের চোখে বোলার, অ্যান্ডারসনের দৃষ্টিতে দায়ী ব্যাটাররা

রুটের চোখে বোলার, অ্যান্ডারসনের দৃষ্টিতে দায়ী ব্যাটাররা

এখনও ইংল্যান্ড অ্যাশেজ জিততে পারে : মালান

এখনও ইংল্যান্ড অ্যাশেজ জিততে পারে : মালান