বৈশ্বিক মহামারি করোনার কারণে থমকে আছে গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। খেলা বাতিল, খেলোয়াড় আক্রান্ত হওয়া সহ বেশ কঠিন সময় যাচ্ছে সুস্থ বিনোদনের এই ক্ষেত্রে। এবার তার ছায়া পড়লো যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচেও।
রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের একজন নেট বোলার হঠাৎ করেই করোনা আক্রান্ত হওয়ায় এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় দুই বোর্ড। তাছাড়া এ খবর জানার পর ম্যাচ অফিসিয়ালদের কেউ প্রথম ওয়ানডে পরিচালনার জন্যে রাজি হননি।
এই ব্যাপারে শনিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্রিকেট থেকে এক বিবৃতি দেয়া হয়। তাতে বাকি ম্যাচগুলো চালিয়ে নেয়ার ব্যাপারে দুই বোর্ডের আশাবাদী বলে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ক্রিকেট আয়ারল্যান্ড আইসিসির পাশাপাশি যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে। যাতে সিরিজের বাকি খেলাগুলো চালিয়ে নেয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়।’
এই ব্যাপারে আরো বলা হয় যে, রবিবার আরেক দফা করোনা টেস্ট করার পর বাকি ম্যাচগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। দুই দলের খেলোয়াড়রা বর্তমানে আইসোলশনে আছে।
ডিসেম্বরের ২৮ এবং ৩০ তারিখ সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আছে। শেষ পর্যন্ত ম্যাচ দুইটি মাঠে গড়াবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]