ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২১
ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

বিশ্বকাপের আগে তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠিত হলেও নানা কারণে হচ্ছিল না নতুন কমিটি গঠন। অবশেষে আড়াই মাসেরও বেশি সময় পর গঠন করা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবি কার্যালয়ে দীর্ঘ বোর্ড সভায় এ কমিটি গঠন করা হয়।

বিসিবির নতুন কমিটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ। যেখানে টানা আট বছর ধরে কাজ করে আসা সাবেক অধিনায়ক আকরাম খান সরে যেতে চেয়েছেন।

ক্রিকেট অপারেশন্স বিভাগে আকরাম খানের পরিবর্তে জালাল ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন।

সাবেক কমিটির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নতুন দায়িত্ব পেয়েই জাতীয় দলের ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, জাতীয় দলের ড্রেসিংরুমে আমি স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ক্রিকেট পরিচালনার প্রথম কাজ জাতীয় দল। দলের ড্রেসিংরুমে আমি স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই, ওটাই আমার লক্ষ্য। টিম ম্যানেজমেন্ট, স্টাফ, ক্রিকেটারদের নিয়ে ড্রেসিংরুমে যদি স্বাস্থ্যকর পরিবেশ থাকে, তাহলে বাকি কাজ ভালো করতে আমাদের সাহায্য করবে।’

ক্রিকেট অপারেশন্স বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দীর্ঘদিন কাজ করেছেন আকরাম খান। শুনতে হয়েছে নানা সমালোচনাও। জালাল ইউনুসও নতুন এ দায়িত্বতে বেশ চ্যালেঞ্জিং করে করেন। তবে ক্রিকেটের স্বার্থে সবকিছু করতে রাজি তিনি।

তিনি বলেন, ‘ক্রিকেটের স্বার্থে যে পদক্ষেপ নেওয়ার আমি নেব। অনেক সময় পরিস্থিতি অনুকূলে থাকে না। তবে সবকিছু সঠিক দিকে আনা খুব কঠিন কিছু নয়। আমরা যদি এটা ঠিক করতে পারি, আশা করি তাহলে আর কোনো সমস্যা হবে না।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবিতেই থাকছেন আকরাম, পেলেন নতুন দায়িত্ব

বিসিবিতেই থাকছেন আকরাম, পেলেন নতুন দায়িত্ব

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি

মুশফিকের গ্লাভস ‘কেড়ে নেওয়ার’ প্রশ্নে রাগান্বিত বিসিবি সভাপতি