বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে সরিয়ে দেওয়া হলেও বিসিবিতেই থাকছেন আকরাম খান। বাংলাদেশের সাবেক অধিনায়ক নতুন মেয়াদে ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান হিসেবে বোর্ডে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির নতুন গঠিত কমিটি প্রধানদের নাম ঘোষণা করেন।
আকরামকে সরিয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে জালাল ইউনুসকে। জালাল দীর্ঘদিন বোর্ডের মিডিয়া ও কমিনিউনিকেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জালাল কমিউনিকেশন কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন। এ কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন তানভির আহমেদ টিটু। তিনি এবারই প্রথম বিসিবির পরিচালক হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।
আকরামের পরিবার সম্প্রতি জানায় যে, ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে তিনি পরিবারে যথেষ্ট সময় দিতে পারেন না। ফলে ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিতে চান তিনি।
এ বিষয়ে নাজমুল জানান, আকরাম তার পদ ছাড়তে চান না। তবে অন্য কোনো বিভাগে যদি তাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি গ্রহণ করতে রাজি আছেন।
নাজমুলের এ কথা বলার তিনদিনের মধ্যেই আকরামের নতুন দায়িত্বের ঘোষণা দেওয়া হলো।
শুক্রবার সন্ধ্যায় নাজমুল জানান, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স আবারও বাংলাদেশে ফিরছেন। তবে নতুন দায়িত্ব তিনি জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ও হাই-পারফর্ম্যান্স ইউনিটের সাথেও কাজ করতে পারেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]