বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাচ্ছেন জেমি সিডন্স। এর আগে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করেছিলেন তিনি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন। পাপন আরও জানিয়েছেন, শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক দলের সাথেও কাজ করবেন জেমি সিডন্স।
২০০৭ ওয়ানডে বিশ্বকাপ পর ডেভ হোয়াইটমোরের স্থলাভিষিক্ত হন জেমি সিডন্স। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে চার বছর কাজ করে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব ছেড়েছেন তিনি।
জেমি সিডন্সের নিয়োগের ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'জেমি সিডন্সকে ব্যাটিং কনসাল্টেন্ট হিসেবে বিসিবি নিয়োগ দিচ্ছে। কোথায় কাজ করবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই হয়ত সে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ শুরু করবে।'
বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছিলেন জেমি সিডন্স। এছাড়াও অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের বিভিন্ন দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ার হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জেমি সিডন্স। প্রথম শ্রেণির ক্যারিয়ারের সাউথ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৬০ ম্যাচ খেলে ৪৪.৯১ গড়ে করেছিলেন ১১ হাজার ৫৮৭ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]