দেশের মাটিতে ভারত যতটা সফল বিদেশের মাটিতে ঠিক তার উল্টো রূপ। নিজেদের মাটিতে তারা সাফল্যের পর সাফল্য পেলেও বাহিরের দেশের জয় যেন সোনার হরিণ। এই যেমন দক্ষিণ আফ্রিকার সাথে খেলা ২০ টেস্টে মাত্র ৩ জয় ভারতের। দক্ষিণ আফ্রিকা থেকে কখনো সিরিজ জিতে ফিরতে পারেনি তারা।
রোববার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে ভারতের সহ-অধিনায়ক লোকেশ রাহুলকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, অতীতের ব্যর্থতাই এখন ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।
রাহুল জানান, ‘এটা একটা বড় সিরিজ হতে যাচ্ছে। দল হিসাবে আমরা সিরিজটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। এর আগে বিদেশের মাটিতে আমাদের সিরিজ হার নিয়ে অনেক কিছু বলা ও লেখা হয়েছে। সেসব থেকে শিক্ষা নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি। যার ফল আমরা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পেয়েছি।’
অতীতের শিক্ষা তাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘এখন আমরা অনেক আত্মবিশ্বাসী। অতীতে দক্ষিণ আফ্রিকায় কোনো সিরিজ জিততে না পারা আমদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে।’
সেই সাথে ভারতের সহকারী দলনেতা জানান, তারা একটি করে ম্যাচ আগাতে চান। আপাতত প্রথম টেস্ট নিয়েই ভাবছেন, ‘এখন পর্যন্ত আলোচনা হয়েছে শুধুমাত্র প্রথম টেস্ট নিয়ে। আমরা খুব বেশি সামনের কথা ভাবছি না। সিরিজের প্রথম টেস্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের সব মনোযোগ প্রথম ম্যাচে ভালো করার দিকে।’
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৮ সালে। যেখানে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়ে বসে তারা। শেষ ম্যাচে এসে জয় তুলে নিলেও তা ছিল কেবলই আনুষ্ঠানিকতা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]