যুব ওয়ানডে ক্যারিয়ারের প্রান্তিক নওরোজ নাবিলের প্রথম সেঞ্চুরিতে নেপালকে ১৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেছেন মোহাম্মদ ফাহিম।
শুক্রবার (২৪ ডিসেম্বর) শারজাহ’য় এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের যুবারা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রকিবুল হাসান। তবে ওপেনাররা দলকে বড় ভিত্তি গড়ে দিতে পারেননি।
৩৯ রানে ওপেনিং জুটি ভাঙলে এরপর দলের হাল ধরেন তিন নম্বরে ব্যাট করতে নামা প্রান্তিক নওরোজ নাবিল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন নওরোজ নাবিল। ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ১২৭ রানে অপরাজিত ছিলেন নাবিল।
শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান করেন মোহাম্মদ ফাহিম।
২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে ছিল নেপালের যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন ব্যাটার বিবেক মাগার। শেষ পর্যন্ত ৪২ ওভার ৩ বলে ১৪৩ রান করে নেপালের যুবারা।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তানজিম সাকিব, রকিবুল হাসান, এস এম মেহেরব এবং নাইমুর রহমান। বাকি দুইটি ছিল রান আউট। শেষ পর্যন্ত ১৫৪ রানের বিশাল জয় পায় বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]