চলতি অ্যাশেজে নিজেদের হারিয়ে খুঁজছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচ হেরে চারদিক থেকে আসা সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে ইংলিশরা। দল সমালোচনার তীরে বিদ্ধ হবে আর দলনেতা রক্ষা পাবেন তা কি করে হয়?
চারদিকের কথার বাণ থেকে রক্ষা পাচ্ছেন না ইংলিশ অধিনায়ক জো রুটও। তবে সিরিজের তৃতীয় টেস্টে বক্সিং ডেতে মেলবোর্নে নিজে সেঞ্চুরি করার পাশাপাশি দলকেও জেতাতে আত্মবিশ্বাসী রুট। এমনটাই জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
ক্যারিয়ারে রানের ফোয়ারা ছুটালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি ইংলিশদের সেরা ব্যাটার। মেলবোর্নে সেই আক্ষেপই লাঘব করতে চান।
রুট বলেন, ‘আমি আমার ব্যাটিং নিয়ে খুশি। এই কন্ডিশনে পরের তিন ম্যাচে শতরান করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আশা করি পারবো। আমি জানি কাজটা চ্যালেঞ্জিং। কিন্তু এই বছর আমার উন্নতির ধাপ এক্ষেত্রে কোনো ভিন্ন কথা বলছে।’
পরের ম্যাচ জিতে দলকে বড়দিনের উপহার দিতে চান। এক্ষেত্রে সতীর্থদের পাশে চান জো রুট।
তিনি বলেন, ‘জয়ের জন্য আমি আমার খেলোয়াড়দের কাছ থেকে সমর্থন আশা করছি। আমি সবাইকে সুন্দর একটি বড়দিনের উপহার দিতে চাই।’
দুই ম্যাচ হারলেও এখনো নিজেদেরকে পরাজিত দলে রাখতে নারাজ ইংলিশ অধিনায়ক। তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে, আমরা শেষ দুটি ম্যাচে হারায় আমাদের সব শেষ হয়ে গেছে। আমাদের মধ্যে প্রতিদিন আলোচনা চলছে। আমরা মেলবোর্নে সিরিজকে ২-১ ব্যবধানে পরিণত করতে আত্মবিশ্বাসী।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]