রুটের চোখে বোলার, অ্যান্ডারসনের দৃষ্টিতে দায়ী ব্যাটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
রুটের চোখে বোলার, অ্যান্ডারসনের দৃষ্টিতে দায়ী ব্যাটাররা

অ্যাডিলেড টেস্ট শেষে ম্যাচ হারের দায় বোলারদের দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। দ্বিতীয় ম্যাচ শেষে কোনো প্রতিক্রিয়া না দেখালেই ম্যাচ শুরুর দুইদিন আগে ব্যাটারদের পারফর্মেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন পেসার জেমস অ্যান্ডারসন। তিনি জানালেন, অ্যাডিলেডে ফ্ল্যাট উইকেটে বোলারদের কিছু করার ছিল না। বরং, এ উইকেটে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডদের ব্যাটার।

ম্যাচ শেষে রুটের মন্তব্য নিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন আলোচনা-সমালোচনা। অধিনায়কের এমন মন্তব্যে ইংল্যান্ডের ড্রেসিং রুমে বৈরি পরিবেশও দেখে ফেলেছেন অনেক। অন্য সবার চেয়ে সমালোচনায় এক কাঠি এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। তিনি জানান, রুটের অধিনায়কত্ব করার কোনো যোগ্যতাই নেই

দ্য টেলিগ্রাফে নিজের লেখা কলামে অধিনায়কের মন্তব্যের জবাব দেন জেমস অ্যান্ডারসন। তিনি বলেন, ‘বিভিন্ন পরিসংখ্যান বলছে এবার অ্যাডিলেডে ইতিহাসের সবচেয়ে নিষ্প্রাণ উইকেটে খেলা হয়েছে। দিবা-রাত্রির টেস্টে গোলাপি বলে সবচেয়ে কম মুভ হয়েছে এবার। এরপরেও আমরা ভালো ব্যাট করতে পারিনি।’

অ্যাডিলেডে ইংলিশ বোলাররা নিজেদের লেন্থ ঠিক রাখতে পারেনি এ কথা স্বীকার করে নিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘বোলিংয়ে সবাই সঠিক লেন্থে বল রাখতে চায়। প্রথম দুইদিন আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে কখনও কখনও আরেকটু বেশি লেন্থে বোলিং করতে পারতাম আমরা। তবে এরপরেও আমাদের বোলাররা কিছু সুযোগ তৈরি করেছে।’

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে বল হাতে কার্যকর কিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটারদেরকে ঠিকই পরীক্ষার মুখে ফেলেছিল অস্ট্রেলিয়া।

নিজের কলামে টেস্ট ক্রিকেটের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন বলেন, খেলার সময় অধিনায়কের মাঠে ভূমিকা রাখা উচিত। মাঠের বাইরে কথা বলে গুরুত্বপূর্ণ না।

তিনি বলেন, ‘খেলা চলার সময় পরিস্থিতি আরও ভালো করে বুঝতে হবে আমাদের। খেলার পর আমরা বলে দিতে পারি না যে, আরও ফুলার লেংথে বল করা উচিত ছিল।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনও ইংল্যান্ড অ্যাশেজ জিততে পারে : মালান

এখনও ইংল্যান্ড অ্যাশেজ জিততে পারে : মালান

রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে স্কট বোল্যান্ড

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে স্কট বোল্যান্ড

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং