আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
আড়াই কোটি ডলারে বিক্রি হলো পিএসএলের টিভি স্বত্ব

বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টিভি স্বত্ব পেয়েছে পাকিস্তানের একটি কনসোর্টিয়াম। পাকিস্তানের এ ফ্রাঞ্চাইজি লিগের  টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২ কোটি ৪০ লাখ ডলারে।

দুই বছরের জন্য পিএসএলের টিভি স্বত্ব বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের দুই চ্যানেল এ স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস যৌথভাবে কনসোর্টিয়াম গঠন করে এ টিভি স্বত্ব কিনে নিয়েছে। পিএসএলের ২০২২ এবং ২০২৩ সালে অনুষ্ঠিতব্য সপ্তম ও অষ্টম আসর যৌথভাবে সম্প্রচার করবে এ  স্পোর্টস এবং পিটিভি স্পোর্টস।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জানিয়েছে, আগেরবারের তুলনায় ৫০ শতাংশ বেশি মূল্যে বিক্রি হয়ে টিভি স্বত্ব। আগেরবার ৩ কোটি ৬০ লাখ ডলারে টিভি স্বত্ব বিক্রি করেছিল পিসিবি। সেবার পিএসএলের পাশাপাশি পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটও অন্তর্ভুক্ত ছিল।

এর আগে সবসময়ই টিভি স্বত্ব বিক্রি করতে বেশ জটিলতায় পড়তে হয়েছিল তাদেরকে। তবে এবার পিসিবিকে সেরকম কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি।

নতুন এই চুক্তি করে বেশ খুশি পিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সালমান নাসির। তিনি বলেন, ‘টিভি স্বত্ব ঘিরে এই তুমুল আগ্রহ ও মূল্য এত বেড়ে যাওয়াই প্রমাণ করে, মাত্র ৬ বছর আগে চালু হওয়ার পরও পাকিস্তান সুপার লিগ কতটা জনপ্রিয় হয়ে উঠেছে।’

২ কোটি ৪০ লাখ রুপিতে শুধু মাত্র পাকিস্তানের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে পিসিবি। এর বাইরে অন্যান্য অঞ্চলের জন্য আগে থেকেই সম্প্রচার স্বত্ব বিক্রি করে রেখেছে পিসিবি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে আফ্রিদি

ক্যারিয়ারের শেষ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সে আফ্রিদি