মরুর দেশ আরব আমিরাতে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও পাকিস্তান। লো স্কোরিং ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তানের যুবারা। দুবাইয়ের পিচে রান তোলা ব্যাটসম্যানদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এতে ১০০ ওভারের ম্যাচ শেষ হয়ে গেছে ৪০ ওভারেই!
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আইসিসি একাডেমি মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগানিস্তানের অধিনায়ক সুলিমান সাফি। তার সিদ্ধান্তকে ভুল প্রমানিত করে শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে যোগ দেন আফগান ব্যাটাররা। পুরো ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন কেবল মাত্র একজন।
আফগান ব্যাটার নাঙ্গেলিয়া খারাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে অতিরিক্ত খাত থেকে। তাতেই ২৩ ওভার ১ বল খেলে আফগানরা গুটিয়ে যায় মাত্র ৫২ রানে।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আহমেদ খান। ২টি করে উইকেট নেন জিশান জামির এবং আওয়াইজ আলি। ১ টি করে উইকেট ঝুঁলিতে পুরেন কাশিম আকরাম এবং আলি আসফান্দ।
৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ঠিক আফগানদের ইনিংসেরই প্রতিফলন ঘটতে থাকে পাকিস্তানের ইনিংসেও। শুরু থেকেই চলতে থাকে আসা যাওয়ার মিছিল। তার মাঝে একপ্রান্ত আগলে মাটি কামড়ে পরে ছিলেন মাজ সাদাকাত। শেষ পর্যন্ত তার ৪৬ বলে ১৪ রানের সুবাদে ৩৩ ওভার হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
আফগানদের পক্ষে নূর আহমেদ ৩টি, বিলাল সামি ২টি এবং ইজহারুল হক নাভিদ নেন ১টি উইকেট। ৭ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকারের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার যায় আওয়াইজ আলির হাতে।
এই জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট টেবিলের ২ নাম্বারে অবস্থান করছে পাকিস্থান। ২ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ভারত।
স্পোর্টসমেইল২৪/এএইচবি
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]