বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দলের হেড কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
বিপিএলের অষ্টম আসরের বরিশাল ফ্রাঞ্চাইজির মালিকানা কিনে নিয়েছে ফরচুন গ্রুপ। প্রথমবারের মতো দল নিয়েই সাকিবকে দলে ভিড়িয়েছে তারা।
শুধু দলে ভেড়ায়নি, সাকিব আল হাসানের উপর অধিনায়কত্বও তুলে দিবে ফরচুন। এ বিষয়টিও নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ফ্রাঞ্চাইজিগুলো প্লেয়ার ড্রাফটের বাইরে একজন দেশি এবং তিনজন বিদেশিসহ চার ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সে সুযোগ নিয়েই সাকিবকে দলে ভিড়িয়েছে তারা।
দেশি ক্যাটাগরিতে দলে ভেড়ালেও বিদেশি কাউকে দলে নিচ্ছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ।
এছাড়াও দলের পরামর্শক হিসেবে কাজ করবেন দেশ বরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। আর ম্যানেজার হিসেবে কাজ করবেন বাংলাদেশ দলের সদ্য সাবেক ম্যানেজার সাব্বির খান।
২০২২ সালের ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]