ক্রিকেটকে বিদায় বলেছেন আরো বেশ আগেই। এরপর যুক্ত ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট অনেক কাজে। এর মাঝে সাবেক ক্রিকেটার হিসাবে খেলেছেন অনেক চ্যারিটি ম্যাচও। কিন্তু কখনো কোচিং প্যানেলে দেখা যায়নি ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে। তাকে বলা হয় ক্রিকেটের বরপুত্র। অথচ তার ক্রিকেট মেধা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে না দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন।
এবার সেই বিস্ময়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে । আইপিএলের ১৫তম মৌসুম থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লারাকে দেখা যাবে কোচের ভূমিকায়। হায়দরাবাদের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।
এছাড়াও তার সাথে যুক্ত হচ্ছেন দক্ষিণ আফ্রিকান কিংবন্তি পেসার ডেল স্টেইন। চলতি বছরেরই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেইন। এর আগে আইপিএলের সবগুলো আসরেই বিভিন্ন দলে খেলার অভিজ্ঞতা আছে তার।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ২০২২ সালে আইপিএলের ১৫তম আসরের জন্য লারাকে ব্যাটিং এবং স্টেইনকে পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ দেয়ার কথা জানায় হায়দরাবাদের দলটি।
আগে থেকেই এ দলের কোচিং প্যানেলে যুক্ত আছেন আরও কয়েকজন কিংবদন্তি সাবেক কিংবদন্তি ক্রিকেটার। এবার তাদের সাথে যুক্ত হলেন ব্রায়ান লারা এবং ডেল স্টেইন।
মূল কোচের দায়িত্বে আছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি। তার সহকারি হিসাবে আছেন আরেক গ্রেট সাইমন ক্যাটিচ। স্পিন কোচের পদটা সামলাচ্ছেন লঙ্কান গ্রেট মুত্তিয়া ম্যরালিধরণ। ফিল্ডিং বিভাগে কাজ করছেন সাবেক ভারতীয় হেমাং বাদানি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]