ভারতে এখন চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জোয়ার। চারদিকে উত্তেজনা আর উত্তাপ। আইপিএলের ১৫তম আসরকে কেন্দ্র করে চূড়ান্ত করা হয়েছে মেগা নিলামের দিনক্ষণ। ২০২২ সালের ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে মেগা নিলাম।
এ নিয়ে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাথে আনুষ্ঠানিকভাবে। বিসিসিআই থেকে কোনো সাড়াশব্দ না আসায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেরাই আলোচনায় বসেছিল।
ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার সকালে আলোচনা চলাকালীন বিসিসিআই কর্মকর্তারাও টুর্নামেন্টের ব্যাপারে জোর দিয়েছিলেন। যদিও তখন আন্তর্জাতিক খেলা থাকবে কিন্তু তাতে সমস্যা হবে না বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ১২ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হবে। সম্প্রচার ঝামেলার ব্যাপারে বলা হয়, ‘ম্যাচ এবং নিলাম দুটিই আলাদা ব্যাপার। দুটোই সম্প্রচার করা হবে।’
ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড রাজ্যের অ্যাসোসিয়েশনগুলোকে নিলামে উঠতে যাওয়া খেলোয়াড়দের নাম পাঠাতে চিঠি দিয়েছে। এই বছর ১০ টি দলের জন্য আয়োজিত এই মেগা ইভেন্টে ১০০০ জনের বেশি খেলোয়াড় থাকবে। এদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনের মতো নিলামে দল পাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও জানুয়ারির মধ্যে নিলামে উঠতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হবেও বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]