মানুষের জীবন কিংবা ভাগ্য বড়ই রহস্যময়। সেটা এমনি যে আমরা নিজেরাও জানি না কখন কি হয়ে যায়। এই যেমন নিউজিল্যান্ডের অফ স্পিনার এজাজ প্যাটেল সর্বশেষ ম্যাচেই রেকর্ড সেরা বোলিং করেও বাদ পড়ে গেছেন আসন্ন বাংলাদেশ সিরিজের দল থেকে। একেই বোধ হয় বলে নিয়তি!
দল থেকে বাদ পড়ার ব্যাপারটা স্বাভাবিক হলেও ঠিক মেনে নিতে পারছেন না এই স্পিনার। মানবেনই বা কিভাবে? নিজের খেলা সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত বোলিং করে বাদ পড়াটা বেশ মন খারাপের মতোই ব্যাপার। সেটা প্রকাশ পেল এজাজের কথায়।
তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান জানিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্যে হতাশা প্রকাশ করার মতোই ছিল। তবে আমি মনে করি আমাকে এখনও নিজেকে প্রকাশ করতে হবে। দেখাতে পারব যে আমি ঘরের মাঠে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলার প্রতি আগ্রহী।’
দল থেকে বাদ পড়া নিয়ে মন খারাপ থাকলেও এজাজ নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেডের সাথে কথা বলেই সিদ্ধান্তে পৌঁছেছেন।
তিনি বলেন, ‘গ্যারির সাথে আমার ভালো সম্পর্ক আছে। তার সাথে আমি কিছু কথা বলেছি। হয়তো সেটা আমার জন্যে সুখকর ছিল না। কিন্তু আমাকে কি করতে হবে বুঝতে পেরেছি।’
সেই সাথে ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটার আবারো পারফর্ম করে দলে ফিরতে বদ্ধপরিকর জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে ব্যাপারটা এমনই ছিল যে যখন আমি ধাক্কা খেয়েছি বা হতাশার মুখোমুখি হয়েছি, তখনই আমার ভালো করার ক্ষুধা বেড়ে গেছে। এখন আমার কাজ হল পিছনে ফিরে না তাকানো। পাশাপাশি নিজের খেলার দিকে মনোযোগ দেয়া।’
উল্লেখ্য, নিজের খেলা সর্বশেষ টেস্টে ইনিংসে ১০ উইকেট সহ ম্যাচে মোট ১৪ উইকেট শিকার করেছিলেন এজাজ প্যাটেল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]