পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
পিসিবি টাকা না দেওয়ায় ক্রিকেট দলকে বের করে দিলো হোটেল কর্তৃপক্ষ

পাকিস্তান ক্রিকেটে নানা কারণে প্রায়ই ঘটে নানা অঘটন। কারণে অকারণে তারা খবরের শিরোনামে থাকতেই যেন বেশি পছন্দ করে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) গালিফতির কারণে ঘটে গেল আরেক অঘটন। টাকা না দেওয়ায় কায়েদ-ই-আজম ট্রফির দুই ফাইনালিস্ট দলকে বের করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

কায়েদ-ই-আজম ট্রফির দুই ফানালিস্ট দলকে যে হোটেলে রাখা হয়েছিল। সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। পাকিস্তানের ঘরোয়া লিগ কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল ওঠা দুই দল হল খাইবার পাখতুনখোয়া এবং নর্দান। 

পাকিস্তানি গণমাধ্যমের ভাষ্যমতে, ফাইনাল উপলক্ষ্যে এই দুই দলের সবার জন্যে ২২ ডিসেম্বর থেকে ক্লাব রোডে একটি তিন তারকা হোটেল বুক করা হয়েছিল। তবে বোর্ডের পক্ষ থেকে কিন্তু ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়নি।

যে কারণে দুই দলের সবাইকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। তখন তারা (দুই দল) রাস্তায় আশ্রয় নেয়। আরো জানা যায়, এই অঘটনের সম্পূর্ণ দায় পিসিবি ম্যানেজমেন্টের।

হোটেল বুকিং করার পুর্ব শর্ত ছিল, হোটেল বুক করার পর অগ্রিম ভাড়া পরিশোধ করতে হবে। তবে ভাড়া পরিশোধ করা তো দূরের কথা, হোটেল কর্তৃপক্ষের সাথে আর যোগাযোগই রাখেনি বোর্ড। আর দুই দলকে এই ভুলের মাশুল দিতে হলো।

উল্লেখ্য,  শনিবার (২৫ ডিসেম্বর) কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল শুরু হবে। আসন্ন এ ফাইনালে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন। অন্য ম্যাচগুলো লাল বলে হলেও, টুর্নামেন্টের ফাইনাল হবে দিবা-রাত্রির ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে পাকিস্তানের আবিদ আলি

বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে পাকিস্তানের আবিদ আলি

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

‘বাবর-রিজওয়ান না থাকার আক্ষেপ করবে ভারত’

‘বাবর-রিজওয়ান না থাকার আক্ষেপ করবে ভারত’