অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ডই ছিল টপ ফেভারিট। কিন্তু প্রথম দুই ম্যাচে করুণ পরাজয়ের পর এখন তাদের পক্ষে বাজি ধরার লোক খুঁজে পাওয়াই দুষ্কর। তবে এত দ্রুতই হাল ছাড়তে নারাজ ইংলিশ ব্যাটার ডেভিড মালান। তিনি এখনো অ্যাশেজ জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও প্রথম দুই ম্যাচ হারের পর মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ইংলিশ শিবির।
তবে মচকে গেলেও ভেঙ্গে যাননি জানিয়ে মালান বলেন, ‘আমরা বুঝতে পারছি যে কোনো বিভাগেই যথেষ্ট ভালো ছিলাম না। তবে ছেলেরা জিততে চায়, আমরাও সিরিজ জিততে চাই। যদিও সেটা অনেক দূরের পথ।’
সিরিজের বাকি অংশে নিজেদের ফিরে পেতে লড়াই করবে ইংল্যান্ড, এমনটাই জানিয়েছেন মালান। তিনি বলেন, ‘সিরিজে নিজেদেরকে ফিরে পেতে সামনের ম্যাচে আমাদেরকে ভালো করতে হবে এবং সেরা ক্রিকেট খেলতে হবে।’
পুরো অ্যাশেজে ইংল্যান্ড ওপেনাররা রানের জন্য সংগ্রাম করেও ব্যর্থ হয়েছেন। তাই তৃতীয় টেস্টে দেখা যেতে পারে নতুন মুখ জ্যাক ক্রুলিকে। এ বিষয়ে মালানকে প্রশ্ন করা হলে তিনি সতীর্থদের পাশে থেকে আশার বানীই শোনালেন, ‘আশা করি ররি (বার্নস) এবং হাসিব (হামিদ) রানে ফিরবে। জ্যাক খুবই প্রতিভাবান খেলোয়াড়। সে শর্ট বল ভালো খেলে। তাই তারও সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।’
প্রথম দুই ম্যাচে অন্য ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে বন্দি হলেও ব্যতিক্রম ছিলেন মালান। দুই টেস্টেই ছিলেন দলের সেরা ব্যাটার। ব্রিসবেনে ৮২ এবং অ্যাডিলেডে খেলেছিলেন ৮০ রানের ইংনিস। তারপরও নিজের উন্নতির জায়গা দেখছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। সেই সাথে জানালেন দলের স্বার্থে যেকোনো জায়গায় ব্যাটিং করতেও প্রস্তুত তিনি।
বলেন, ‘আমি নিজেকে একজন ওপেনার হিসেবে দেখি। তবে তারা আমাকে যেখানেই চায় আমি সেখানেই খুশিমনে খেলব।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]