নতুন বছরের শুরুর মাসেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসর। এ আসরে কতটি এবং কোন কোন দল খেলবে সে বিষয়ে এখনও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বুধবার (২২ ডিসেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গর্ভনিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার। সেখানেই এ বিষয়ে কথা বলেন তিনি।
ইসমাইল হায়দার মল্লিক জানান, বিপিএলের ছয় দল প্রায় চূড়ান্ত। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফ্রাঞ্চাইজিগুলোর অংশগ্রহণ ফি জমা দেওয়ার শেষ দিন। এরপরেই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত মোটামুটি ছয়টা দল ফাইনাল হয়ে গেছে। দলগুলোকে ফাইনাল করা হয়েছে। পার্টিসিপেশন মানি এবং অন্যান্য টাকা জমা দেওয়ার শেষ দিন কালকে। ওইটা কালকে জমা দিলে দলগুলো ফাইনাল করা হবে। না হলে আরও দুই-তিনটা আগ্রহী দলের সাথে কথা বলা আছে। মানে ব্যাকআপ করা আছে।’
এছাড়াও এবারের বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। এর পরিবর্তে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আইকন প্লেয়ার বলে কিছু থাকছে না। সব গ্রেডিং করে দেওয়া হয়েছে।’
প্লেয়ার ড্রাফটের আগে ক্রিকেটাররা এক দেশি এবং তিন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার মল্লিক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]