রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের সিংহাসনে অনেকদিন ধরেই রাজত্ব করে আসছিলেন ইংলিশ ব্যাটার জো রুট। তবে মুকুটটা আর ধরে রাখতে পারলেন না সময়ের সেরা এই ক্রিকেটার। তাকে হটিয়ে সেই জায়গা দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ান উদীয়মান তারকা মার্নাস লাবুশেন।  

বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশিত আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ৯১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করেছেন অজি তারকা। ১৫ পয়েন্ট কম নিয়ে তার ঠিক পরের স্থানেই আছেন জো রুট। বাংলাদেশি হিসাবে ৬৪২ পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিম অবস্থান করেছেন ২১ নাম্বারে। লাবুশেনের এই উত্থানের কারণ চলতি অ্যাশেজে তার দুর্দান্ত পারফর্ম্যান্স। লাবুশেনের ঠিক বিপরীত অবস্থা রুটের। 

ল্যাবুশেন এবারের আসরে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১০৩ এবং ৫১ রানের দুর্দান্ত দুইটি ইনিংস খেলে অবদান রেখেছিলেন ২৭৫ রানের বিশাল জয়ে । সাথে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।

ব্যাট হাতে ৯০০ পয়েন্টের ঘর পার করা নবম অস্ট্রেলিয়ান মার্নাস ল্যাবুশেন। তার আগে এই কীর্তি গড়ছেন স্যার ব্র্যাডম্যান, রিকি পন্টিং, ম্যাথু হেইডেনের মতো কিংবদন্তিরা।  

অন্যদিকে, টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন আরেক অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স। যদিও অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি। তবুও ৯০২ পয়েন্ট নিয়ে শিখরেই রয়ে গেছেন তিনি। 

বাংলাদেশের বোলারদের মধ্যে ৬২৭ পয়েন্ট নিয়ে তাইজুল আছেন ২২ নাম্বারে। অলরাউন্ডারদের তালিকায় ৩৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা জেসন হোল্ডার। ৩৩৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন চারে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পন্টিংয়ের তীর ইংলিশ কাপ্তানের দিকে

পন্টিংয়ের তীর ইংলিশ কাপ্তানের দিকে

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলো ইয়র্কশায়ার

৫ নয়, ইংল্যান্ডের ৮ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি

৫ নয়, ইংল্যান্ডের ৮ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি