ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়ে বিসিবি নর্থ জোনকে ইনিংস ব্যবধানে হারালেও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল জোনের সাথে পারলো না ওয়ালটন সেন্ট্রাল জোন। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের নাটকীয় ম্যাচে মাত্র ১০ রানে হেরে গেছে শুভাগত হোম চৌধুরীর দল ওয়ালটন সেন্ট্রাল জোন।
জয়ের জন্য শেষ দিন বুধবার (২২ ডিসেম্বর) ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রয়োজন ছিল ১১২ রান। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৮৭ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল তারা।
হাতে ৯ উইকেট ও পুরো একদিন থাকায় বিসিএলে টানা দ্বিতীয় জয়ের দারুণ সুযোগ ছিল ওয়ালটনের সামনে। তবে সেটি হতে দেননি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল জোনের বোলাররা। বল হাতে একাই ৬ উইকেট শিকার করেছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল জোনের নাঈম হাসান।
এর আগে বিসিএলের প্রথম রাইন্ডে বিসিবি সাউদ জোনের বিপক্ষে হারের স্বাদ নেওয়া ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল জোনের এটা প্রথম জয়। বিসিবি সাউদ জোনের কাছে তারা ৮ উইকেটে হেরে গিয়েছিল।
ওয়ালটনের সামনে টার্গেট ছিল ১৯৯ রান। যেখানে শেষ দিন প্রয়োজন ছিল ১১২ রান। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮৮ রানে থেমে যায় ওয়ালটনের ইনিংস। ১০ রান দূরে থেকে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা।
দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ৪২ ও সৌম্য সরকার ৩৩ রানে দিন শুরু করেছিলেন। টানা দুই চারে দিন শুরু করা সৌম্য ৯৪ বলে হাফ-সেঞ্চুরি থামেন ৭৩ রানে। সৌম্যর পর মিঠুনও হাফ-সেঞ্চুরি তুলে নেন। দু’জনের ব্যাটে জয়ের সুবাস দেখছিল ওয়ালটন। তবে সৌম্য আউট হওয়ার পর ঘটে হঠাৎ ছন্দপতন।
দলীয় ১৪৫ রানে ব্যক্তিগত ৭৩ রানে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। এরপর দলীয় ১ রান পরেই ব্যক্তিগত ৬০ রানে সাজঘরে ফিরেন মিঠুন। দু’জনকেই এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন নাঈম হাসান।
সৌম্য-মিঠুন ফেরার পর ওয়ালটনের ব্যাটিংয়ে ধস নামে। একে একে ফেরেন তাইবুর রহমান (৪), শুভাগত হোম (৪), জাকের আলী অনিক (১), আবু হায়দার রনি (০) ও মৃত্যুঞ্জয় চৌধুরী (১)। ফলে ২৪ রানের ব্যবধানে ৭টি উইকেট হারিয়ে হারের কিনারায় দাঁড়ায় ওয়ালটন।
ক্রিজে থাকা সালমান হোসেন ইমনের ব্যাটে কিছুটা আশা থাকলেও মধ্যাহ্ন বিরতির পর সালমানও নাঈমের শিকার হয়ে সাজঘরে ফিরেন। নাটকীয় ম্যাচে জয় তুলে উল্লাসে মাতেন আশরাফুল-ইমরুল কায়েসদের দল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল জোন।
২০ ওভারে মাত্র ৪৮ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন নাঈম হাসান। এছাড়া ৩ উইকেট নেন তানভীর ইসলাম।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]