নতুন বছরের প্রথম দিনে মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। এ সিরিজের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশের বিপক্ষে সে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে ফিরেছেন নেইল ওয়াগনার এবং ডেভন কনওয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ব্যাটার ডেভন কনওয়ে। ঠিক ইনজুরি না, আউট হয়ে ব্যাট দিয়ে হাতে আঘাত করেন তিনি। এরফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি।
ইনজুরির কারণে বিশ্বকাপের পর ভারত সিরিজের স্কোয়াডেও ছিলেন না কনওয়ে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। সে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশেরর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন তিনি।
অপরদিকে নিউজিল্যান্ড টেস্ট দলের নিয়মিত মুখ নেইল ওয়াগনার। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও ছিলেন না। দীর্ঘদিন পর মাঠে ফেরার সুযোগ করে দিতেই তাদেরকে দলে রেখেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)।
মূল সিরিজ শুরুর আগে চলতি মাসের ২৮ নভেম্বর বে ওভালে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড একাদশ।
একাদশে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওয়াগনার। তিনি বলেন, ‘লাল বল হাতে নিতে ভালোই লাগবে। বাংলাদেশের বিপক্ষে কঠিন সিরিজের আগে এ ম্যাচ দিয়ে খেলায় ফেরাটা বেশ ভালো লাগবে।’
কনওয়ে বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে আমি মুখিয়ে আছি। আশা করি ফিট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব।’
নিউজিল্যান্ড একাদশ
মারা এভ, জ্যাকব ভুলা, জ্যাক বয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব কামিং, জোয়ে ফিল্ড, জ্যারফ ম্যাকে, টিম প্রিঙ্গল, ব্রেট র্যান্ডেল, মিচ র্যানউইক, টিম রবিনসন ও নেইল ওয়াগনার।
বাংলাদেশের স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]