ক্যারিবিয় সফরে ইংলিশদের হেড কোচ কলিংউড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
ক্যারিবিয় সফরে ইংলিশদের হেড কোচ কলিংউড

অ্যাশেজের পর বিশ্রামে যাবেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাবেন বর্তমানে দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা পল কলিংউড।

২০২২ সালের জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। এ সফরে বিশ্রামে থাকতে চান কোচ ক্রিস সিলভারউড। এমনটাই জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

ইংল্যান্ড দলের সহকারী কোচের দায়িত্বে আছেন পল কলিংউড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের সাথে অ্যাশেজ সফরে গিয়েছিলেন তিনি। তবে বড় দিনের ছুটিতে দেশে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগ পর্যন্ত ছুটি কাটাবেন তিনি। 

অ্যাশেজ শেষে ছুটি কাটাবেন ক্রিস সিলভারউড। সে সময় দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন ক্রিস সিলভারউড।

টানা আন্তর্জাতিক সূচিতে নিজের উপর চাপ কমাতে মাঝে মাঝেই ছুটিতে যান ইংল্যান্ডের প্রধান কোচ সিলভারউড। ২০২০ সালে আয়ারল্যান্ড সফরেও ছুটি নিয়েছিলেন সিলভারউড। সে সিরিজে দায়িত্বে ছিলেন কলিংউড।

কিছুদিনের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করবে ইংল্যান্ড। ২০২২ সালের ২২ জানুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের স্কোয়াডে অ্যাশেজে খেলা ক্রিকেটারদের না রাখার চিন্তা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

সিরিজের বাকি চার টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩,২৩,২৯ এবং ৩০ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হএব বার্বাডোজের কিংস্টন ওভালে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :