ম্যাচ চলাকালীন বুকের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল রাউন্ড চলাকালীন দু’বার বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাট করার সময় বুকে ব্যাথা ওঠে আবিদের। এরপর ৬১ রানে আহত অবসর হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। ৬১ রানের ইনিংস খেলার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক পূরণ করেন আবিদ।
আবিদকে হাসপাতালে নেওয়ার বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেন্ট্রাল পাঞ্জাবের ম্যানেজার আশরাফ আলী। বলেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। চেকআপের পর তার অবস্থা সম্পর্কে বলা যাবে।’
কায়েদ-ই-আজম ট্রফিতে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন আবিদ। ৬ ম্যাচের ১০ ইনিংসে ৭৬৬ রান করেছেন তিনি। গড়- ৯৫ দশমিক ৭৫। আসরে তিনটি সেঞ্চুরি ও দু’টি হাফ সেঞ্চুরিও করেছেন আবিদ।
সর্বশেষ বাংলাদেশের সফরে ব্যাট হাতে দুই ম্যাচের সিরিজে ২৬৩ রান করেছিলেন আবিদ আলি। এর মধ্যে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি ছিল। চট্টগ্রাম টেস্টে ১৩৩ ও ৯১ রান করেন তিনি। আর ঢাকা টেস্টে ৩৯ রান করেছিলেন পাকিস্তানের এ ওপেনার।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]