এবারের অ্যাশেজটা ইংল্যান্ডের জন্য স্রেফ দুঃস্বপ্নের এক সিরিজ হতে যাচ্ছে। প্রথম দুই ম্যাচ দেখে সেটা অনুমান করেই নেওয়াই যায়। কেননা, এই দুই ম্যাচেই বিশাল ব্যাবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে জো রুটের দল। যাকে বলে অসহায় আত্মসমর্পণ। পোঁড়া ছাই দখলের লড়াইয়ে ইংলিশদের এমন অসহায়ত্বে যারপরনাই হতাশ ইংলিশ দর্শকেরাও।
সেই হতাশা ভর করেছে অধিনায়ক জো রুটের মাঝেও। তবে হতাশার পাল্লাটা তিনি ঠেলে দিলেন একপাশে। সবটা ক্ষোভ উগড়ে দিলেন বোলারদের দিকে। অথচ দুই ম্যাচেই ব্যার্থতার সাগরে হাবুডুবু খেয়েছেন ইংলিশ ব্যাটাররা।
ব্যাটারদের এমন ব্যর্থতার পর বোলারদের উপর রুটের ক্ষোভ উগড়ে দেয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেননি সাবেক অজি গ্রেট রিকি পন্টিং। ইংলিশ কাপ্তানের ওপর বেজায় চটেছেন তিনি। সেই সাথে রেখেছেন প্রশ্নও, অধিনায়ক হিসেবে রুটের দায়িত্বটা তাহলে কী!
সোমবার (২০ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেসারদের কাঠগড়ায় তুলে রুট বলেন, ‘আমার মনে হয় না আমরা সঠিক লেংথে বল করছি। আমি যদি একদম সত্যি বলি, আমাদের আরেকটু সামনে বল করা উচিত। চার বছর আগেও আমরা এই ভুল করেছি। এ থেকে আমরা শিক্ষা নিচ্ছি না। আমাদের আরও ভালো হতে হবে এবং দ্রুত শিক্ষা নিতে হবে।’
তবে বিশাল রানের ব্যবধানে হারার ম্যাচে বোলারদের দোষ দেয়াটা মানতে পারছেন না পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেয়া সাক্ষাৎকারে অজি কিংবদন্তি বলেন, ‘যখন এ কথা শুনলাম আমি আরেকটুর জন্য চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। বোলারদের লেংথ পরিবর্তন করানো কার দায়িত্ব? তুমি তাহলে অধিনায়ক কেন? কোন লেংথে বল করতে হবে সেটা যদি ঠিক করে দিতে না পারো, তাহলে মাঠে আছো কেন?’
রুট আদৌ অধিনায়কত্ব বুঝেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে অজিদের সফল অধিনায়ক বলেন ‘জো রুট চাইলেই এসে যা খুশি তা বলতে পারে কিন্তু অধিনায়ক হলে, বোলাররা যে তোমার মন মতো বল না করলে সেটা বোঝা উচিত। তারা যদি কথা না শোনে, তাদের সরিয়ে দাও, ব্যাপারটা বেশ সোজা। যে এই কাজ করতে পারে, তাকে বল দাও। অথবা মাঠেই জানিয়ে দাও তুমি কি চাও । অধিনায়কত্ব মানেই তো এটা।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]