করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’-এর কারণে দক্ষিণ আফ্রিকায় ভারতের সফর নিয়ে শঙ্কা তৈরি হলেও অবশেষে তা হচ্ছে। তবে নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমজানসি সুপার লিগের (এমএসএল)-২০২১ আসর বাতিল করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এমজানসি সুপার লিগের (এমএসএল) ২০২১ সালের আসরটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটি আর হচ্ছে না বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে না দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি। এমজানসি সুপার লিগ টানা ২০১৮ ও ২০১৯ সালে আয়োজন করা গেলেও করোনায় প্রথমবার ২০২০ সালে বাতিল হয়েছিল।
এমজানসি লিগ মাঠে না গড়ানোয় এ টুর্নামেন্টের বিকল্প হিসেবে ফেব্রুয়ারিতে প্রথম বিভাগের ৮ দল নিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামের নতুন এক টুর্নামেন্টের আয়োজন করবে সিএসএ।
বিবৃতিতে সিএসএ জানায়, কোভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনের দক্ষিণ আফ্রিকান অঞ্চলে সফর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে অনেক দেশ। ফলে এ অবস্থায় টুর্নামেন্টটি আয়োজন করলে সেটি আকর্ষণ হারাবে। পাশাপাশি অন্যান্য চ্যালেঞ্জের বিষয়টিও আয়োজকদের চিন্তায় ফেলেছে।
এদিকে, ওমিক্রন করোনার কারণে ভারতের দক্ষিণ আফ্রিকার সফরও অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সব শঙ্কাকে পেছনে ফেলে বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারত ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]