ধারাভাষ্য থেকে সরে দাঁড়ালেন ডেভিড লয়েড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
ধারাভাষ্য থেকে সরে দাঁড়ালেন ডেভিড লয়েড

ধারাভাষ্য কক্ষে আর থাকছেন না ডেভিড লয়েড। ধারাভাষ্যকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। ক্যারিয়ার জুড়ে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্য কক্ষ মাতিয়ে রেখেছিলেন ডেভিড লয়েড।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ধারাভাষ্য থেকে বিদায়ের কথা জানা ডেভিড লয়েড। জানান, ডেভিড গাওয়ার, ইয়ান বোথা এবং মাইকেল হোল্ডিং ধারাভাষ্য ছেড়ে দেওয়ার পর ধারাভাষ্য কক্ষটি শূন্য মনে হচ্ছে। তাই তার সিদ্ধান্তের উপর এ বিষয়টি প্রভাবক হিসেবে কাজ করেছে।

এ বিষয়ে লয়েড বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে মাইক্রোফোন তুলে রাখার এটাই সঠিক সময়। এটা দারুণ একটি সুযোগ ছিল আমি যে খেলাটি ভালোবাসি সেটার মাধ্যমে মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া এবং দেশের সব জায়গায়।’

লয়েড জানান, সাবেক অজি ক্রিকেটার বিল লরি ধারাভাষ্যে ছিলেন তার অনুপ্রেরণা। এছাড়াও রবি শাস্ত্রী এবং শেন ওয়ার্নের মতো ক্রিকেটারদের সাথেও ধারাভাষ্য দিতে পেরেও গর্বিত বলে জানান তিনি।

লয়েড বলেন, ‘২০১৩ সালে আমার ব্রডকাস্টিং হিরো বিল লরির সঙ্গে ধারাভাষ্য কক্ষ ভাগাভাগি করা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ইয়ান বিশপ, রবি শাস্ত্রী, শেন ওয়ার্ন, শন পোলক এবং ইয়ান স্মিথদের সঙ্গে কাজ করতে পারা ছিল দারুণ মুহূর্ত।’

বিদায়কালে নিজের সতীর্থদের স্মরণ করেছিলেন ডেভিড লয়েড। তিনি বলেন, ‘বব উইলিসের প্রয়াণের পর ডেভিড গোওয়ার, ইয়ান বোথাম ছিল, এরপর মাইকেল হোল্ডিং। তারা বিদায় নেয়ার পর কমেন্ট্রি বক্স কিছুটা শূন্য মনে হচ্ছিলো। তাই আমার মনে হয়েছে আমারও এই সিদ্ধান্ত নেয়া উচিত এবং পরবর্তী পদক্ষেপ নেয়া উচিত।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে স্কট বোল্যান্ড

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে স্কট বোল্যান্ড

অ্যাশেজের তৃতীয় টেস্টের স্কোয়াডে কামিন্স-হ্যাজলেউড

অ্যাশেজের তৃতীয় টেস্টের স্কোয়াডে কামিন্স-হ্যাজলেউড

৫ নয়, ইংল্যান্ডের ৮ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি

৫ নয়, ইংল্যান্ডের ৮ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং

অ্যাডিলেড টেস্ট হারলে হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড : পন্টিং