পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
সর্বশেষ মৌসুমে পিএসএলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলে সোহেল আখতার। তার অধীনেও দারুণ পারফর্মেন্স করেছিল লাহোর। এমনকি ফাইনালেও খেলেছিল। তবে তারুণ্যকে প্রাধান্য দিতেই শাহীনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ আকিব জাভেদ।
সর্বশেষ মৌসুমে লাহোর কালান্দার্সের সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন শাহীন শাহ আফ্রিদি। এর আগে পেশাদার ক্যারিয়ারে কখনই অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেননি তিনি।
এর আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে অধিনায়কের বাহুবন্ধনী তুলে দিয়েছে পিএসএলের আরেক দল করাচি কিংস। প্রায় সব দলেই তরুণ নেতৃত্বের উপর ভরসা রাখতে চাচ্ছে।
নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত পাকিস্তানের বোলিং লাইন আপের এ তরুণ তুর্কি। তিনি জানিয়েছেন, অধিনায়কের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এছাড়াও লাহোরকে পিএসএলের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
টুইটারে দেওয়া এক বার্তায় শাহীন শাহ আফ্রিদি বলেন, ‘আলহামদুলিল্লাহ, কী দারুণ এক যাত্রা। পিএসএলের সবচেয়ে জনপ্রিয় দলের অধিনায়ক হওয়া অনেক সম্মানের। আমরা দল হিসেবে একতাবদ্ধ হয়ে খেলব এবং ট্রফি ও হৃদয় দুটোই জিতব।’
লাহোর কালান্দার্স স্কোয়াড
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), রশিদ খান, ডেভিড ভিসা, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, সোহেল আখতার, জিশান আশরাফ, আহমেদ ড্যানিয়েল, ফখর জামান, ফিল সল্ট, হ্যারি ব্রুক, আব্দুল্লাহ শফিক, কামরান গোলাম, ডিন ফক্সক্রফট, জামান খান, মাজ খান, সামিত প্যাটেল, সৈয়দ ফারদিউন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]