করোনা নেগেটিভ হলেন জিম্বাবুয়ে ফেরত দুই ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ২০ ডিসেম্বর ২০২১
করোনা নেগেটিভ হলেন জিম্বাবুয়ে ফেরত দুই ক্রিকেটার

করোনা নেগেটিভ হয়েছেন জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। দুইজনই করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। দেশে ফেরার পর কোয়ারেন্টাইনে থাকাকালীন সময় তাদের শরীরে ওমিক্রন ধরা পড়ে। স্বাভাবিকভাবেই তাদের কোয়ারেন্টাইনের মেয়াদ বেশ লম্বা হয়েছে।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। মাঝপথে স্থগিত হওয়ায় বেশ কাঠখড় পুড়িয়ে নারী ক্রিকেটারদের দেশে ফিরতে হয়েছিল। দেশে ফিরে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।

কোয়ারেন্টাইনে থাকাকালীন সময় ওমিক্রনে আক্রান্ত হন দুই নারী ক্রিকেটার। দুই জনের মধ্যেই মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। তবে কোনো ধরেনের শারীরিক সমস্যার মুখোমুখি হননি তারা।

শুধু দুই নারী ক্রিকেটার নয়, ওই দলের আরও একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি ওমিক্রন নয়, ডেল্টা ধরনের আক্রান্ত হয়েছিলেন। অবশেষে নেগেটিভ হওয়ায় সোমবার (২০ ডিসেম্বর) তাদের নিভৃতবাস শেষ হচ্ছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

নারী দলের সদস্যরা প্রথমে রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টাইন পালন করছিলেন। তবে বিজয় দিবস উপলক্ষ্যে আগত বিদেশি অতিথিদের ওই হোটেলে থাকার ব্যবস্থা করায় ক্রিকেটারদেরকে সরিয়ে নেওয়া হয়। করোনা আক্রান্ত ক্রিকেটারদেরকে নেওয়া হয়েছিল রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এবং বাকিদেরকে মিরপুরে নিয়ে আসা হয়েছিল। মিরপুরে কোয়ারেন্টাইন শেষে ক্রিকেটার কয়েকদিন আগেই মুক্ত হয়েছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :