দুই দফায় পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২১
দুই দফায় পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড। শুধু তাই নয়, এ সফরের জেরে বাতিল হয় ইংল্যান্ডের পাকিস্তান সফর। এবার দুই দফায় পাকিস্তান সফর করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সফরে ১৫ টি ম্যাচ খেলবে পাকিস্তান।

২০২২ সালের ডিসেম্বরে ভবিষ্যত ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী পাকিস্তান সফর করবে পাকিস্তান। সে সফরে তিনটি ওয়ানডে এবং দুইটি টেস্ট খেলবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এবং টেস্ট সিরিজটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই তো এ সিরিজে খেলতে নিউজিল্যান্ডকে পাকিস্তানে যেতেই হতো।

চলতি বছর পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সিরিজ স্থগিত করে দেশে ফেরে নিউজিল্যান্ড।

এ সিরিজ স্থগিত করায়, এর বিকল্প হিসেবে ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। এ সফরে পাঁচটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে দুই দল।

দুই সফর মিলিয়ে মোট ৮ ওয়ানডে, ৫ টি-টোয়েন্টি এবং ২ টেস্ট খেলবে নিউজিল্যান্ড। সোমবার (২০ ডিসেম্বর) সিরিজ দুইটির বিষয়ে নিশ্চিত করেছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘আলোচনা ও ফল নিয়ে আমি খুশি। মার্টিন স্নেডেন ও তার বোর্ডকে সাহায্যের জন্য ধন্যবাদ। এই সিদ্ধান্ত দুই বোর্ডের শক্ত ও ঐতিহাসিক সম্পর্কের উদাহরণ। এটা প্রমাণ করে ক্রিকেট পাড়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ সদস্য।’

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমাদের সম্মানিত চেয়ারম্যান, রমিজ রাজা ও মার্টিন স্নেডেন দুবাইয়ে দারুণ ফলপ্রসু আলোচনা করেন, যা দুই বোর্ডের সম্পর্ক আরো দৃঢ় করেছে। পাকিস্তানে আবার ফিরতে পারা দারুণ ভালোলাগার বিষয় হবে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের সাফল্যের কৃতিত্ব মিসবাহকে দিলেন রিজওয়ান 

নিজের সাফল্যের কৃতিত্ব মিসবাহকে দিলেন রিজওয়ান 

ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে বিরক্ত জাভেদ মিয়াঁদাদ

ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে বিরক্ত জাভেদ মিয়াঁদাদ

কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন রিজওয়ান

কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন রিজওয়ান

অভিমান ভেঙেছেন আকমল, খেলবেন পিএসএলে

অভিমান ভেঙেছেন আকমল, খেলবেন পিএসএলে