অ্যাশেজের প্রথম টেস্টে ব্রিসবেন ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও পাচ্ছে জয়ের সুবাতাস। এর মধ্যেই তৃতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্কোয়াডে ফিরেছেন প্যাট কামিন্স এবং জশ হ্যাজলেউড।
ব্রিসবেন টেস্টে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছিলেন পেসার জশ হ্যাজলেউড। এ কারণে অ্যাডিলেডে দলের সাথে না এসে সরাসরি সিডনিতে পাড়ি জমিয়েছেন তিনি। তখনই ধারণা করা হয়েছিল তৃতীয় টেস্টেই একাদশে ফিরতে পারেন তিনি।
অ্যাডিলেডে টেস্টের ঠিক আগের দিন একাদশ থেকে ছিটকে যান অধিনায়ক প্যাট কামিন্স। ইনজুরি জনিত সমস্যা নয়। কোভিড সমস্যার কারণে ছিটকে পড়েন তিনি।
অ্যাডিলেড টেস্ট শুরুর আগের দিন রেস্টুরেন্টে খেতে যান প্যাট কামিন্স। এ সময় পাশের টেবিলে থাকা এক ব্যক্তির করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় কামিন্সকে আইসোলেশনে রাখা হয়েছে।
আইসোলেশন চলাকালীন সময়েই তাকে সিডনিতে পাঠিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসোলেশন শেষ করে সেখানেই অনুশীলন শুরু করবেন অজি অধিনায়ক।
প্রথম দুই টেস্টের স্কোয়াডে থাকলেও অ্যাডিলেডে দলের সাথে নেই তারা। তবে বক্সিং ডে টেস্টের আগে আবারও দলের সাথে যোগ দিবেন তারা। ২৬ ডিসেম্বর সিডনিতে বক্সিং ডে টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল।
অস্ট্রেলিয়া স্কোয়াড
প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মিচেল সোয়াপসন, ডেভিড ওয়ার্নার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]