অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচিতে পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। উদ্বোধনী দিনে থাকছে বাংলাদেশের কোনো ম্যাচ। পরেরদিন (২৪ ডিসেম্বর) নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশের যুবারা।
যুব এশিয়া কাপে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে নেপাল, শ্রীলঙ্কা এবং কুয়েত।
উদ্বোধনী দিনে বাংলাদেশ-নেপাল ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এ ম্যাচের পরিবর্তে উদ্বোধনী দিনে মাঠে গড়াবে শ্রীলঙ্কা-কুয়েত ম্যাচ।
টুর্নামেন্টের জন্য প্রকাশিত প্রথম সূচিতে জানানো হয়েছিল উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের তারিখ পরিবর্তিত (২৪ ডিসেম্বর) হলেও সময় এবং ভেন্যু অপরিবর্তিত রেখেছে এসিসি।
উদ্বোধনী ম্যাচের পরের দিনই গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের মুখোমুখি হবে যুব টাইগাররা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৭ ডিসেম্বর। প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীলঙ্কা।
যুব এশিয়া কাপের সূচি
২৩ ডিসেম্বর- ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
২৩ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম কুয়েত
২৩ ডিসেম্বর- আফগানিস্তান বনাম পাকিস্তান
২৪ ডিসেম্বর- বাংলাদেশ বনাম নেপাল
২৪ ডিসেম্বর- ভারত বনাম পাকিস্তান
২৫ ডিসেম্বর- বাংলাদেশ বনাম কুয়েত
২৫ ডিসেম্বর- আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
২৬ ডিসেম্বর- শ্রীলঙ্কা বনাম নেপাল
২৭ ডিসেম্বর- ভারত বনাম আফগানিস্তান
২৭ ডিসেম্বর- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
২৮ ডিসেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৮ ডিসেম্বর- নেপাল বনাম কুয়েত
৩০ ডিসেম্বর- ১ম সেমিফাইনাল
৩০ ডিসেম্বর- ২য় সেমিফাইনাল
৩১ ডিসেম্বর- ফাইনাল
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]