রনির পাঁচ উইকেটে ২৪৫ রানে থামলো ইস্ট জোন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
রনির পাঁচ উইকেটে ২৪৫ রানে থামলো ইস্ট জোন

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন। টস হেরে ফিল্ডিংয়ে নেমে ২৪৫ রানে থেমে ইস্ট জোনের ইনিংস। সেন্ট্রাল জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেন পেসার আবু হায়দার রনি।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই বল হাতে দারুণ পারফর্ম করছিল ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলাররা। প্রথম সেশনে ইস্ট জোনের চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরায় সেন্ট্রাল জোনের বোলাররা।

প্রথম সেশনে দলকে সাফল্যে পথ দেখান পেসার রবিউল ইসলাম। তার সঙ্গী হয়েছিলেন পেসার আবু হায়দার রনি এবং স্পিনার হাসান মুরাদ।

এরপর উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেছিলেন শাহাদাত হোসেন দিপু এবং নাদিফ চৌধুরি। তবে দুইজনকেই দ্বিতীয় সেশনে প্যাভিলিয়েন ফেরান ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলাররা। ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন শাহাদাত হোসেন দিপু।

পরে আর কোনো ব্যাটার উইকেটে থিতু হতে না পারায় শেষ পর্যন্ত ২৪৫ রানেই থামে ইস্ট জোনের ইনিংস। সেন্ট্রাল জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। এছাড়াও হাসান মুরাদ তিনটি এবং রবিউল হক দুইটি উইকেট শিকার করেন।

বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচে একাদশে ছিলেন না আবু হায়দার রনি। দ্বিতীয় ম্যাচে পেসার মকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তিনি।

sportsmail24
ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে পাঁচ উইকেট শিকার করেছেন পেসার আবু হায়দার রনি।

দিনের অন্তিম মুহূর্তে ব্যাটিংয়ে নামে ওয়ালটন সেন্ট্রাল জোন। এক ওভার খেলে ৪ রান করেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মিজানুর রহমান এবং মোহাম্মদ মিঠুন। দুইজনই ৪ রান করে অপরাজিত আছেন।

প্রথম ম্যাচে মিঠুন এবং মিজানুরের ব্যাটে ভর করেই বিসিবি নর্থ জোনকে বিশাল ব্যবধানে হারিয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। অপরদিকে ইসলামী ব্যাংক ইস্ট জোন ৮ উইকেটে বিসিবি সাউথ জোনের কাছে হেরেছিল।

সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক ইস্ট জোন- ২৪৫/১০ (শাহাদাত হোসেন দিপু ৭২, নাঈম হাসান ৪০, আবু হায়দার রনি ৫/৯৩)
ওয়ালটন সেন্ট্রাল জোন- ৪/০ (মিজানুর ২*, মিঠুন ২*)  

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আমরা মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি : শরিফুল

আমরা মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি : শরিফুল

বিপিএল পরিকল্পনায় পরিবর্তনের আভাস

বিপিএল পরিকল্পনায় পরিবর্তনের আভাস

‘ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত’

‘ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত’

পরিস্থিতি মেনে নিয়ে নিউজিল্যান্ডে থাকছে বাংলাদেশ দল

পরিস্থিতি মেনে নিয়ে নিউজিল্যান্ডে থাকছে বাংলাদেশ দল